কর্মক্ষেত্রে নারী

শোনা যায় বীজ বপনে নারীরাই ছিলো অগ্রযাত্রায়।
হয়ত সন্তানের জন্য নয়ত পছন্দের কারনে ধাবিত হয়েছে নতুন আভিযাত্রায়।
স্বীকৃতি ছাড়াই অহ:নিশি করতে হয়েছে ঘর গেরস্হলীর কাজ।
অর্থনৈতিক টানাপোড়নেই জীবনের তাগিদে বাধ্য করেছে সমাজ।
আয়া বুয়ার কাজে বহুদিন ধরে রেখেছে আবদান।
পায়নি তেমন পারিশ্রমিক, পায়নি যথাযথ সন্মান।
মাটি কাটা খোয়া ভাংগা , যোগালির কাজে।
সাহসের সাথে কাধে কাধ মিলিয়ে করেছে সমান তালে।
শতছিন্ন ময়লা বসনে থালা হাতে যায়না দেখা আর কাক ভোরে।
পোষাক শিল্পের আগমনে বদলে গিয়েছে সব এগিয়ে যাচ্ছে নতুন পথ ধরে।
এগিয়ে আসতে হবে সরকার মালিক পক্ষকে নারীর অধিকার সংরক্ষনে।
স্বস্হগত, প্রসবোত্তর ,ডে কেয়ার সুযোগ সুবিধা বাস্তবায়নে।
পিছিয়ে আছে লেখা পড়ায় অনেক, এগিয়ে আসতে হবে মেয়েদের।
দিতে হবে পর্যাপ্ত সুযোগ সুবিধা তাদের।
যোগ্যতার সাক্ষর রেখে চলেছে অফিস আদালতে।
স্কুল কলেজ ,হাসপাতাল গুলোতে।
আনুপাতিক হারে দিতে হবে জায়গা মেধা বিচারে।
মানুষ হিসাবে চাই কলিগ, বস, সবার নজরে।
দুই কন্যা হওয়ার কারনে অনেক পরিবারে উপার্যনে নারীরাই।
সেদিকে খেয়াল রেখে অগ্রাধিকার দেয়া চাই।
সর্বক্ষেত্রে যদি দেয়া হয় জননী, ভগ্নি, জায়া, কন্যার সন্মান।
নেপোলিয়ানের কথামত পাওয়া যাবে জাতি মহিয়ান।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মামুন : ১৬-০২-২০১৭ | ১৩:১৬ |

    শোনা যায় বীজ বপনে নারীরাই ছিলো অগ্রযাত্রায়।
    হয়ত সন্তানের জন্য নয়ত পছন্দের কারনে ধাবিত হয়েছে নতুন আভিযাত্রায়।
    স্বীকৃতি ছাড়াই অহ:নিশি করতে হয়েছে ঘর গেরস্হলীর কাজ – বদলে যাক সব।

    অসাধারণ লিখেছেন। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
    • ছন্দ হিন্দোল : ১৬-০২-২০১৭ | ২০:৪২ |

      বদলের হাওয়া লেগেছে…
      শুভকামনা সবসময়

      GD Star Rating
      loading...
  2. দাউদুল ইসলাম : ১৬-০২-২০১৭ | ১৩:২৪ |

    সর্বক্ষেত্রে যদি দেয়া হয় জননী, ভগ্নি, জায়া, কন্যার সন্মান।
    নেপোলিয়ানের কথামত পাওয়া যাবে জাতি মহিয়ান।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif
    অসাধারণ লিখেছেন।
    বিনয়াবনত সালাম- অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই ।
    শুভ কামনা রইল –

    GD Star Rating
    loading...
    • ছন্দ হিন্দোল : ১৬-০২-২০১৭ | ২০:৪৭ |

      সালাম
      প্ররণা হয়ে রইল
      শুভকামনা সব সময়।

      GD Star Rating
      loading...
  3. মুরুব্বী : ১৬-০২-২০১৭ | ১৩:২৯ |

    প্রতি লাইন যেন পূর্ণাঙ্গ ভাবে শেষ হয়েছে। অন্তত যতি চিহ্ন তারই স্বাক্ষ্য বহন করে।
    সালাম এবং শুভেচ্ছা জানবেন আপা। সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • ছন্দ হিন্দোল : ১৬-০২-২০১৭ | ২১:০৫ |

      সালাম
      অনুপ্রেরণা পাথেয়ো হয়ে রইলো দাদ।
      শুভ কামনা সব সময়।

      GD Star Rating
      loading...