বেদনার রঙ যদি নীল হয়
তাহলে মরণের কোন রঙ?
আসলে কোনো কিছুই রঙের
ক্যানভাস দিয়ে মাপা যায় না।
পটুয়া তাঁর রঙের ক্যানভাসে
বহুরকম রঙের পসরা সাজায়
কোনো রঙেই তুলিতে মনের মতো আঁচড় কাটতে পারে না।
মানুষের মন যখন যেভাবে
রাঙায় ঠিক সেভাবেই তা ফুটে ওঠে। বিষের কোনো রঙ হয়না।

