পদ্মার বুকে আমি পদ্মা সেতু
ডুবায়েছি দুষ্ট জনের দুষ্ট হেতু;
বাঁধিয়াছি দুই পাড় এক সূত্রে
সতেরো কোটি বাঙালীর স্বপ্নীল নেত্রে।
করিয়াছি জয় অনন্ত উন্মত্ত জলরাশি
নাশিয়া সকল অসুর কনক্রিট পিলারে;
সুখে-দুখে বাঁচিয়া থাকিব শত বছর
অজস্র জনেরে বাঁচাইয়া দুই কিনারে।
তোমাদের প্রজ্ঞা গ্রন্থিত আমার শরীরে
চলো রাখি দেশটাকেই বুকের গভীরে;
তোমাদের প্রত্যয় আমার রন্ধ্রে রন্ধ্রে,
চলো পথ চলি মৃত্যঞ্জয়ী জীবনমন্ত্রে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
পদ্মার বুকে আমি পদ্মা সেতু,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
চলো রাখি দেশটাকেই বুকের গভীরে;
তোমাদের প্রত্যয় আমার রন্ধ্রে রন্ধ্রে,
চলো পথ চলি মৃত্যঞ্জয়ী জীবনমন্ত্রে।
loading...
চমৎকার অনুভবে দারুণ একটা লেখা পড়লাম প্রিয় অসাধারণ ভাবনা আর হৃদয় ছোঁয়া অনুভূতির নান্দনিক উপস্থাপন করলেন। মুগ্ধ আমি পাঠক।
loading...