কোথায় আছো মা!

কোথায় আছো মা!
পঁচিশ বছর কেটে গেছে,
কতবার সূর্য উঠেছে, কতবার ডুবেছে
অথচ একদিন সূর্য উঠার আগেই
তুমি চলে গেছ…
আমার হাতে ছিল তোমার হাত-
সে হাত আর কোনদিন জাগেনি
আমাদের জীবন কে
আরো কিছুটা এগিয়ে দেবার জন্য
জীবন চলার পথে…
কোথায় আছো মা!
দেহ ছেড়ে তোমার আত্মা
এ হাত ছুঁয়ে কোথায় চলে গেছে…
সে কী আজ জোনাকি হয়ে জ্বলে
অন্ধকারে বাতাবি লেবুর বনে!
অথবা বুড়ি বংশীর পাড়ে
নিঝুম নির্জন এক বাঁশঝাড়ে
আলো হয়ে জ্বলে
কোন এক লক্ষীপেঁচার চোখে!
কিম্বা অসীম আকাশে
রৌদ্র করোজ্জ্বল ভর দুপুরে
উড়ে উড়ে বেড়ায়
চিলের সোনালী ডানায়!
কোথায় আছো মা!
যেখানেই থাকো, ভালো থেকো
প্রতিক্ষন, প্রতিদিন, চিরদিন…

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৫-০৫-২০১৭ | ১৩:২৫ |

    মায়ের প্রতি এই ভালোবাসা চির অম্লান থাক।

    GD Star Rating
    loading...