সব কিছু ঠিক আছে ঠিক নেই শুধু বেতনটা
তিন মাসে এক মাস দেয় তবু ছয় মাস পরে।
তাই বুঝি ভুলে যাই চাকরিটা করেছিলাম কবে
গিন্নী বলে ঘরে এনো চাল মাছ ভাব যদি তবে।
আরও কত ভুলি নিজের নাম সহ নামটা ছেলের
সবই কি দোষ আমার নেই কিছু ভুলের?
বস বলে অফিস হবে ঠিক, বেতন কি দেইনা আমি
পেটে কত মনে কত ক্ষুধা জমে জানে অন্তর্যামী।
বেতনের কথা আনেনা মুখে ভাবেননা তারা
কেরানিরা পায় কিনা খেতে, কেমনে জোগায় ভাড়া!
এইভাবে চলছেতো চলছে দিন মাস বছর ব্যাপী
সাহেব ভাবে যা করার করুক ওরা আমিতো হ্যাপী।।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
বেতন বিড়ম্বনা,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ভালো লাগছে অনেক অনেক
loading...
এইভাবে চলছেতো চলছে দিন মাস বছর ব্যাপী
সাহেব ভাবে যা করার করুক ওরা আমিতো হ্যাপী। ___ ঠিক তাই বন্ধু।
loading...