৬০।
সকালে নয়টার দিকে ঘুম ভাঙলেও উঠি উঠি করে আবার ঘুমিয়ে পরেছেন। প্রায় ঘণ্টা খানিক পর ঘড়ির দিকে তাকিয়েই লাফ দিয়ে উঠে পরলেন ফজরের নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে মনে হলো এখন দেশে কয়টা বাজে? হ্যাঁ এখন দুপুর একটা। ফোন করা দরকার। কার্ডটা নিয়ে ফোনের কাছে গিয়ে নাম্বার ঘুরাতেই ওপাশ থেকে খুকুর কণ্ঠ কানে এলো।
-হ্যালো, আব্বু কি খবর তোমাদের?
-হ্যাঁ আব্বু আম্মু এসেছে। সেঝ কাকু এয়ারপোর্টে গিয়েছিলো কিন্তু আম্মু জানে না। আম্মু কায়সার চাচার সাথে বেরিয়ে পড়েছিলো। পরে উনার সাথে উনার বাসায় আজিমপুর পর্যন্ত যায় সেখানে উনি নেমে গেলে আম্মু ওই ট্যাক্সিতেই চলে এসেছে।
-ও আচ্ছা, যাক নিশ্চিন্ত হলাম। তোমার মা কোথায় আব্বু?
-আম্মু খুব টায়ার্ড, এসেই গোসল করে খেয়ে দেয়ে একটু শুয়ে আমাদের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পরেছে। তুমি কেমন আছ আব্বু?
-হ্যাঁ আব্বু আমি ভাল আছি।
-কাজ করতে পারছ?
-হ্যাঁ আব্বু করতে হবে তাই পারছি।
-তোমার ঠিকানা কি আব্বু?
-আব্বু আমি ঠিকানা আর সব জানিয়ে মেইল পাঠাব। দেখি ইন্টারনেট কোথায় আছে পাই নাকি, ফোনে তো এতো কথা বলা যাবেনা। এখন রাখি আব্বু?
-ঠিক আছে তবে তুমি সাবধানে থেকো আর খাবার ওষুধ এসব সময়মত খেয়ো মনে করে। দেখো ডায়াবেটিস যেন ঠিক থাকে।
-আচ্ছা আব্বু তোমার মা উঠলে বলবে যেন চিন্তা না করে আর তোমরা সাবধানে থাকবে, রাখি আব্বু আল্লাহ হাফেজ।
loading...
loading...
নক্ষত্রের গোধূলি-৪৩ এর ৬০ তম অধ্যায়ে উপস্থিতি জানিয়ে গেলাম বন্ধু। শুভ সকাল।
loading...
শোকরান! শোকরান!!
loading...
সংলাপ টংলাপ পড়লাম। আগের পর্বের কাহিনী সংক্ষেপ না থাকায় আপনার পোস্টের অক্ষর গুলোই শুধু পড়ে গেলাম, তেমন বুঝলাম না। যদিও প্রথম থেকে আছি আপনার এই উপন্যাসে। আমার যদি এই অবস্থা হয় তাহলে নতুন পাঠকের কি অবস্থা হবে ভাই?
loading...
আপা সম্পূর্ণ পর্ব এক রকম কী হয়! একটু এদিক সেদিকতো হবেই।
loading...
তুমি সাবধানে থেকো আর খাবার ওষুধ এসব সময়মত খেয়ো মনে করে। দেখো ডায়াবেটিস যেন ঠিক থাকে। সংলাপ বহুল পর্ব।
loading...
ছোট পর্বে এমন হতেই পারে বন্ধু! সব পর্বে কী থ্রিল থাকে?
loading...
পড়লাম দাদা। তবে উপরের মন্তব্যকারীদের মন্তব্যের মূল্যায়ণ করবেন।
loading...
ছোট পর্বে এমন হতেই পারে দিদি! সব পর্বে কী থ্রিল দেয়া যায়?
loading...
ভালোবাসা কবি খালিদ ভাই। তব ভালেোবাসা কারে কয় তা কিন্তু জানিনা।
loading...
ফান্দে পরিয়া বগার কান্নার নামই ভালবাসা কবি বন্ধু!
loading...
loading...
loading...
জানলাম।
loading...
ধন্যবাদ শ্রদ্ধেয়।
loading...
* শুভরাত্রি, সুপ্রিয়…
loading...
শোকরান! মাই ডিয়ার।
loading...