কারাবন্দীর কান্না

একটি নদীকে ভালবেসেছি
দু’পাড়ে ছিল তার সুখের নীড়
সেই নদীর পাড়ে নীল আকাশে
নিঝুম দুপুরে গাং চিলেরা করত ভিড়।

কলসি কাঁখে সন্ধ্যা বেলা সে
শামুকের ঘুঙ্গুর বেধে পায়
জল নিতে আসতো ঘাটে
আঁচল উড়িয়ে দখিনা বায়।

সখীদের সাথে হেসে-খেলে,
দু’গালে টোল ফেলে
মুক্ত বলাকার মত চঞ্চল পায়ে
ফিরে যেত বাঁধানো তুলসী তলে।

সন্ধ্যা প্রদীপ জ্বেলে ঘরে
আঁচলে জড়িয়ে দেহলতা
প্রণাম সেরে দেবতায় নীরবে
কি বর চাইতো, জানি সে কথা।

সে ছিল আমার মানসী,
শান্ত নদীর বালুকা বেলায়
তারই সাথে বসে দু’জনে
স্বপ্ন সাগরে ভেসেছি কত স্বপ্ন ভেলায়।

চন্দন টিপে আর সিঁদুরে সেজে
শ্বেত-শুভ্র শাখা হাতে
আসবে সে ঘরে পথ খুঁজে।
ভরে দিবে আমার আঙ্গিনা,
মন মাতানো গন্ধ বিধুর ধুপে
বসন্ত বাসর ছুটে আসবে
দুয়ারে রিনিঝিনি সুরে।

মানুষের সাথে মানুষ হয়ে
ঘর বাধবো মানুষের মত
আমি আর মালতী
মুছে দিব দু,জনার বেদনা যত।

সোনালী প্রেমের বাগানে
ফুটবে নতুন কুড়ি,
বনে বাদারে ঘুরে কুড়িয়ে
আনবে ভরে ফুলের ঝুড়ি।

বসন্ত না আসিতে কাল বৈশাখী
এলো জাতের ঝড় তুলে
হিন্দু মুসলিম আর বৌদ্ধ খৃস্টানের
মিথ্যে ভেদাভেদে মানুষের জাত ভুলে।।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৬ জন মন্তব্যকারী

  1. দীপঙ্কর বেরা : ২০-০৩-২০১৯ | ১৭:৫৭ |

    বাহ

    ভাল হয়েছে 

    GD Star Rating
    loading...
    • মোঃ খালিদ উমর : ২০-০৩-২০১৯ | ২১:৫৪ |

      ধন্যবাদ দাদা। ভাল থাকুন শুভকামনা।   

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ২০-০৩-২০১৯ | ১৯:৪১ |

    অদ্যকার লিখা পড়িয়া বুঝিয়া প্রশংসা করিলাম প্রিয় বন্ধু আমার। পূর্ব পোস্টে মন্তব্যের কোন উত্তর পাই নাই। আশা করিব ভালো রহিয়াছেন। জাহাজীয় ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
    • মোঃ খালিদ উমর : ২০-০৩-২০১৯ | ২১:৫৭ |

      পূর্বের উত্তর দিলাম এই মাত্র। আপনার প্রশংসা যতনে রক্ষন করিলাম। ভাল্লই আছি তবে অ অবকাশ নাই।

      ধন্যবাদ।   

      GD Star Rating
      loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ২০-০৩-২০১৯ | ২০:৩৭ |

    শুভেচ্ছা কবি খালিদ ভাই।

    আমার একটি লেখা আছে দয়া করে পড়বেন। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • মোঃ খালিদ উমর : ২০-০৩-২০১৯ | ২১:৫৮ |

      আপনাকেও শুভেচ্ছা। কবিতা পড়ছি। জানাব।

      GD Star Rating
      loading...
  4. রিয়া রিয়া : ২০-০৩-২০১৯ | ২২:০৫ |

    কবিতা পড়লাম। শুভেচ্ছা কবি খালিদ দা। আজ মনে হয় একটু বিরতি পেয়েছেন!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shock.gif.gif

    GD Star Rating
    loading...
    • মোঃ খালিদ উমর : ২০-০৩-২০১৯ | ২২:১২ |

      ঠিক কইছেন দিদি। আসলে সবদিক সামলে উঠতে পারছিনা। সবসময় প্রিয় এই শব্দনীড়ের কথা, বন্ধুদের কথা মনে হয় কিন্তু পেরে উঠিনা।

      শুভকামনা। 

      GD Star Rating
      loading...
  5. শাকিলা তুবা : ২০-০৩-২০১৯ | ২২:২৮ |

    সুন্দর।

    GD Star Rating
    loading...
  6. ফারজানা শারমিন মৌসুমী : ২১-০৩-২০১৯ | ০:৪২ |

    দারুণ……

    GD Star Rating
    loading...