যে খাবারগুলো রক্তনালীর ব্লক প্রতিরোধ করে

রক্তনালী ব্লক হওয়া স্বাভাবিক কারণ হলো অস্বাস্থ্যকর জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। এবং শুধুমাত্র এই কারণে হৃদপিণ্ডের নানা সমস্যায় ভুগতে দেখা যায় অনেককে। এমনকি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পতিত হন অনেক রোগীই। কিন্তু রক্তনালী ব্লক হওয়ার এই সমস্যা থেকে খুবই সহজে মুক্ত থাকা যায় চিরকাল। এর জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হবে না একেবারেই। খুবই সহজলভ্য কয়েকটি খাবার রক্তনালীর সুস্থতা নিশ্চিত করবে।

যে খাবারগুলো রক্তনালীর ব্লক প্রতিরোধ করে :

ব্রকলি
ব্রকলিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘কে’ যা দেহের ক্যালসিয়ামকে হাড়ের উন্নতিতে কাজে লাগায় এবং ক্যালসিয়ামকে রক্তনালী নষ্ট করার হাত থেকে রক্ষা করে থাকে। ব্রকলির ফাইবার উপাদান দেহের কোলেস্টেরল কমায় এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমিয়ে দেয়।

তৈলাক্ত মাছ
তৈলাক্ত মাছ বিশেষ করে সামুদ্রিক তৈলাক্ত মাছের ওমেগা৩ ফ্যাটি অ্যাসিড দেহের ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে হৃদপিণ্ডকে চিরকাল সুস্থ ও নীরোগ রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

দারুচিনি
দারুচিনির অ্যান্টিঅক্সিডেন্ট কার্ডিওভ্যস্কুলার সিস্টেমের সার্বিক উন্নতিতে কাজ করে থাকে। এছাড়াও গবেষণায় দেখা যায় প্রতিদিন মাত্র এক চামচ দারুচিনি গুঁড়ো দেহের কোলেস্টেরল কমায় এবং রক্তনালীতে প্লাক জমে ব্লক হওয়ার হাত থেকে রক্ষা করে।

কমলার রস
গবেষণায় দেখা গেছে প্রতিদিন দুই কাপ পরিমাণে শুধুমাত্র বিশুদ্ধ কমলার রস পান করলে রক্ত চাপ স্বাভাবিক থাকে। এবং কমলার রসের অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালীর সার্বিক উন্নতিতে কাজ করে। ফলে রক্তনালী ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা পায়।

আপেল
আপেলে রয়েছে পেকটিন নামক কার্যকরী উপাদান যা দেহের খারাপ কোলেস্টেরল কমায় ও রক্তনালীতে প্লাক জমার প্রক্রিয়া ধীর করে দেয়। গবেষণায় দেখা যায়, প্রতিদিন মাত্র একটি আপেল রক্তনালীর শক্ত হওয়া এবং ব্লক হওয়ার ঝুঁকি প্রায় ৪০% পর্যন্ত কমিয়ে দেয়।

তিসীবীজ
তিসীবীজে রয়েছে প্রচুর পরিমাণে আলফা লিনোলেনিক অ্যাসিড যা উচ্চ রক্তচাপ কমায় এবং রক্তনালীর প্রদাহকে দূর করতে সহায়তা করে এবং একই সঙ্গে রক্তনালীর সুস্থতা নিশ্চিত করে।

গ্রিন টি
গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যাচেটিন যা দেহে কোলেস্টেরল শোষণ কমায় এবং হৃদপিণ্ডকে সুস্থ রাখতে বিশেষভাবে সহায়তা করে। প্রতিদিনের চা কফির পরিবর্তে গ্রিন টি পান করলে দেহের সুস্থতা নিশ্চিত হয়।

স্বাস্থ্য তথ্য সংগ্রহ করা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৬ জন মন্তব্যকারী

  1. রিয়া রিয়া : ১৯-১১-২০১৮ | ১৮:৪২ |

    হৃদরোগীদের অবশ্য অবশ্য মেনে চলতে হবে। আবশ্যিক ব্যাপারের মতো অবশ্যই।

    GD Star Rating
    loading...
    • মোঃ খালিদ উমর : ১৯-১১-২০১৮ | ২২:২৮ |

      মেনে না চলতে পারলে ফাইনাল পরীক্ষায় ফেল দিদিভাই! 

      GD Star Rating
      loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ১৯-১১-২০১৮ | ১৮:৪৫ |

    নো লেফট্ নো রাইট। বাঁচতে হলে মানতে হবে। শেয়ার করবার জন্য ধন্যবাদ খালিদ ভাই। 

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ১৯-১১-২০১৮ | ১৮:৫৫ |

    খাদ্য গ্রহণের পাশাপাশি নিয়মিত ব্যায়াম হাঁটা চলাও জরুরী। আমার মতো বইসা থাকলে খবর আছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gif ___ এই শিক্ষা নিলাম প্রিয় বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif ধন্যবাদ।

    GD Star Rating
    loading...
  4. মিড ডে ডেজারট : ১৯-১১-২০১৮ | ২০:৩৭ |

    উপকারী পোস্ট। ভালো লেগেছে!

    GD Star Rating
    loading...
  5. নিতাই বাবু : ২০-১১-২০১৮ | ০:০০ |

    জানা হলো অনেককিছু। যা আগে জানা ছিল না। এটি একটি উপকারী পোস্ট। আমার প্রিয় মোঃ খালিদ উমর  দাদাকে অজস্র ধন্যবাদ।

    GD Star Rating
    loading...
  6. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ২০-১১-২০১৮ | ১:৩৩ |

    * বেশ গুরুত্বপূর্ণ পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...