সবুজের প্রান্ত দাঁড়িয়ে আকাশের নীলিমা ছাড়িয়ে
কুয়াশা চাঁদর গায়ে মৌন পাহাড় রয়েছ ঘুমিয়ে।
হৈমন্তী প্রভাতে দেখিনা তোমার মুখ খানি
কে যেন রেখেছে ঢেকে তার আঁচলে জড়িয়ে।
কুয়াশা চাঁদর গায়ে মৌন পাহাড় রয়েছ ঘুমিয়ে।
হৈমন্তী প্রভাতে দেখিনা তোমার মুখ খানি
কে যেন রেখেছে ঢেকে তার আঁচলে জড়িয়ে।
আঁকাবাঁকা সারিতে উঁচুনিচু সঙ্গী সাথে
নিশ্চল ছায়া ছায় কায়া নিয়ে নির্জনে রয়েছ দাঁড়িয়ে।
সভ্যতার চঞ্চলতা দেখিতেছ তুমি
আদি অনন্ত কালের নীরব সাক্ষী
অতীত ভবিষ্যৎ বিস্তৃত পরিধি
ওহে যুগের পরে যুগ যুগান্ত রক্ষী।
সাধ কি জাগে মনে উড়ে যেতে আকাশে
পৃথিবী ছেড়ে চাঁদের দেশে সুদূর তিমিরে হারিয়ে?
পাখা মেলে দিগন্তে মৃদুমন্দ বাতাসে
কোলাহল মুখরিত বিভীষিকা জড়িত বাঁধন ছাড়িয়ে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
প্রচ্ছদটা অসাধারণ হয়েছে বন্ধু। লিখাটিকে বোনাস হিসেবে নিলাম।
loading...
ফাউ যা পাওয়া যায় তাই লাভ।
loading...
"সাধ কি জাগে মনে উড়ে যেতে আকাশে
পৃথিবী ছেড়ে চাঁদের দেশে সুদূর তিমিরে হারিয়ে?
পাখা মেলে দিগন্তে মৃদুমন্দ বাতাসে
কোলাহল মুখরিত বিভীষিকা জড়িত বাঁধন ছাড়িয়ে"।
–কবিতাটা এই সাধ জাগিয়ে দিল।
loading...
বেশ বেশ তাহলে এবার বেড়িএ আসুন।
loading...
মুগ্ধতার চোখে কবিতাটি পড়লাম খালিদ দা।
loading...
ধন্যবাদ দিদিভাই।
loading...
আপনার লিখায় যথারীতি চলে এসেছি খালিদ ভাই। দারুণ। সান্ধ্যকালীন শুভেচ্ছা।
loading...
হৈমন্তী প্রভাতে দেখিনা তোমার মুখ খানি
কে যেন রেখেছে ঢেকে তার আঁচলে জড়িয়ে।
* অসাধারণ এক অনুভব…




loading...