চাপা বনে ফুল ফুটেছে আয়রে তোরা আয়
ছুটির দিনে ঘরে কি আর বসে থাকা যায়।
শহর ছেড়ে মন চলে যায় অনেক দূরের গায়
নদীর জলে সেথায় মাঝি পাল তুলে ওই যায়।
ছুটির দিনে ঘরে কি আর বসে থাকা যায়।
শহর ছেড়ে মন চলে যায় অনেক দূরের গায়
নদীর জলে সেথায় মাঝি পাল তুলে ওই যায়।
চৈতী ফুলের মালা গাঁথে পল্লী বালিকা
ঝিরি ঝিরি বাতাসে ওই দোলে বীথিকা।
কলমি লতার ফাকে ডাহুক ভাটিয়ালী গায়
আজকে আমার মন যেতে চায় সেই দূর সীমানায়।
যেখানে রাখাল বসে বাঁশরী বাজায়
পথিক বসে জুড়ায় ঘাম বটের ছায়ায়।
আজকে তোরা আয়রে সবাই আয়রে ছুটে আয়
ছুটির দিনটা কাটিয়ে আসি শ্যামলা মায়ের গায়।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
শহর ছেড়ে মন চলে যায় অনেক দূরের গায়
নদীর জলে সেথায় মাঝি পাল তুলে ওই যায়।
ও দাদা ভাই চলেন যাই সেথায়
কত দিন গা জুড়াই না…
loading...
চলেন কাশমির না হইলে কাশবনে যাই।
loading...
'কলমি লতার ফাকে ডাহুক ভাটিয়ালী গায়
আজকে আমার মন যেতে চায় সেই দূর সীমানায়।'
___ অসাধারণ প্রিয় বন্ধু। এমন কবিতায় মন ভরে।
loading...
মন ভরলে কি হইবে, গিন্নি কয় পেটতো ভরেনা!
loading...
loading...
বিশ্বাস করেন আর না করেন এক্কেবারে হাছা কথাডাই কইলাম, লজ্জা শরমের মাথা খাইয়াই কইলাম।
loading...
যেতে চায় মন দূর গ্রামে! কিন্তু এই শহরের চার দেয়ালে য্বব ন্দি । কী করে যে যাই!
loading...
এই ইট পাথরের চার দেয়ালের বাধা অনেক জটিল, বের হওয়া তার চেয়েও কঠিন বন্ধু।
loading...
দারুণ আহবান খালিদ দা।
loading...
এত এত আহবান জানাই তবুও যে সবাই কেমন করে যেন ইট পাথরের চার দেয়ালের বাধা পার হতে চায়না।
loading...