নতুন প্রজন্মের VHF
সাবেক আমলের VHF
VHF (Very high frequency) জাহাজ -জাহাজ- বন্দর ইত্যাদির সাথে কথা বলে যোগাযোগ করার এই যন্ত্র অত্যন্ত প্রয়োজনীয়। এর সীমা ৫ মাইল থেকে ১০০ মাইল পর্যন্তো হয়ে থাকে। calling channel হলো 16 অর্থাৎ এই ১৬ নম্বর চেনেল শুধু মাত্র কাওকে ডাকার জন্য, সে সাড়া দিলে তাকে ভিন্ন কোন চেনেলে গিয়ে কথা বলতে হয় মানে চ্যানেল ১৬ কখনওই ব্যস্ত রাখা যাবে না। এটা শুধু মাত্র ডাকার জন্য ব্যবহার হবে। সাধারনত এই যন্ত্রে duel watch ব্যবহার করার ব্যবস্থা রয়েছে যেমন আপনি ২১ নম্বর চেনেলে কথা বলছেন আবার এই সময়ে্র মধ্যে আপনার চ্যানেল ১৬ ও কাজ করবে অর্থাৎ এই সময়ের মধ্যে যদি কেও আপনাকে ডাকে তাহলে আপনি শুনতে পাবেন এবং কথা থামিয়ে নতুন যে ডাকছে তার ডাকে সাড়া দিতে পারবেন।
অনেক কিছু নিয়েই সংক্ষিপ্ত প্যাচাল পারলাম একয়দিন এর বেশি আরও কিছু জানতে আগ্রহি হলে দয়া করে জানাবেন। কিছুদিন বিশ্রাম (কাজের দিকে মন দিয়ে) আবার হ্যতো ফিরে আসব আশা করছি। ধন্যবাদ!
loading...
loading...
সীমিত দূরুত্বে যোগাযোগের জন্য VHF radio এবং যেকোন দূরুত্বের জন্য Thuraya ব্যাবহারে খুব অভ্যস্ত (ইন্টেরনেটের জন্য বিগেন)। খুব পরিচিত ডাক "হোটেল-ওয়ান" শুনলেই জেগে উঠা; সাংকেতিক ভাষায় কথা বলা সব সময়েই এঞ্জয় করি। কিন্তু অন্যপাশ থেকে কেউ "ওভার এন্ড আউট" বললে মুচকি হাসি থামাতে পারিনা। "ওভার" বলার কারণ হলো অন্যপাশকে বলার সুযোগ দেয়া বা আমন্ত্রণ জানানো। এর সাথে "আউট" এর ব্যাবহার তো একেবারেই ভুল।
সেদিন দেখলাম, জেমসবন্ডও "ওভার এন্ড আউট" বলছে।
loading...
বলতে ভুলে গেছি, লেখাটা খুব ভালো লেগেছে। দামি পোস্ট।
সাধুবাদ জানাই।
loading...
ধন্যবাদ ভাই। Thuraya ব্যবহারে প্রতি কলের জন্য সেকেন্ড মেপে বিল হয় কিন্তু VHF তেমন নয়। আমাদের দেশে BTRC থেকে লাইসেন্স নিতে হয় এবং তা প্রতি বছরে রিনিউ করতে হয় এই যা খরচ। তবে গভীর সমুদ্রে Thuraya এর চেয়েও কার্যকরি ব্যবস্থা হলো SAT-C এটা দিয়ে Voice, Documents, Mail & Image transmit/receive করা যায় প্রায় কম্পিউটারে internet ব্যবহারের মতই। (এই লিংকে দেখতে পারেন) এবং এটার জন্যাও বার্ষীক ফি দিতে হয় সিঙ্গাপুরের কোম্পানিকে।
over and out বলতে বুঝায় আমার কথাটি ফুরালো নটে গাছটি মুড়ালো (আর কোন কথা নেই আমিএখন বিদায় নিচ্ছি)। এর সাথে সাথেই আর একটা কথা বলে, লক্ষ করেছেন? রজার! তাই না?
লেখাটা ভাল লেগেছে জেনে আনন্দ পেলাম। আবার ধন্যবাদ।
loading...
আবার হ্যতো ফিরে আসব আশা করছি। আশ্বস্ত হলাম জনাব। আপনাকে ধন্যবাদ!
loading...
আরে স্যার যে কি কয়!
আপনেরে আশ্বস্ত করাইতো আমার কম্ম।
loading...
নতুন এবং সাবেক প্রজন্মের VHF সম্পর্কে জানলাম দাদা।
loading...
ধন্যবাদ দিদি! আমি সাবেকটাই ব্যবহার করেছি আধুনিকটা ব্যবহা করার সুযোগ পাইনি তবে এখন আমাদের কোম্পানির জাহাজের জন্য হরদম কিনে দিতে হচ্ছে।
loading...
সালাম নিন দাদা ভাই
আপনার প্যাঁচালে আসতে পেরে ভাল লাগছে।
ভাল আছেন আশা করছি।দোয়া কাম্য
loading...
জি জনাব ভালই আছি কিন্তু আপনি ধুমকেতু হইলেন কিভাবে?
loading...