ডাক্তার

depositphotos_8033220-stock-illustration-cartoon-doctor-attending-a-young

ডাক্তার সাব, কনতো দেখি আমি এখন উপায় করি কি
খেতে মোটেই পারিনা যে মণ্ডা মিঠাই, নিমাই বাবুর ঘি।
বয়স আমার বাইশ, চুলেতে পাক ধরেছে ঘুম হয় না গাড়
পেটে ক্ষুধা চোখে ঘুম মাথায় পাকা চুল, দাঁতে বেজায় ধার।

একটু হা করুণ, জিহ্বা দেখি হাতটা কোথায় দেখতে হবে নাড়ী
নিজেই সব দেখি আমি, নার্স আর কম্পাউন্ডেরা বড্ড আনাড়ি।
ওরে হেকমত আলি, থাক কোথায় এস কাছে কর কিছু কাজ
রুগী এলো চেম্বারে তাই ইনকাম হবে মস্ত ভারী আজ।

ইলিশ কিনব এক জোড়া, ভাজি হবে আরও হবে দোপেয়াঁজি
গিন্নিকে বলব আরও করতে একটু সরষে ইলিশ পটল ভাজি।
ডাক্তার বাবু, এইতো আমি হেথায় আছি দরজারই পাশে
দরকার হলে ডাকবেন আমায় একটু জোরে কেশে।

আন দেখি থার্মোমিটার, টেথিস্কোপ আর একটা ছুরি
দেখব কেটে পেটের ভিতর হয়েছে কি বিশাল কোন ভুঁড়ি!
সাড়াশিটা দাওতো দেখি ফেলতে হবে দাঁত, দুই তিন চারি
হাতটা তুমি ধর কষে বাকী যা আছে সবই আমি পারি।

এই তল্লাটে সবাই বলে ডাক্তার আমি অতি সরস জুরি মেলা ভার
এসেছেন আপনি সঠিক জাগায় চিকিৎসা পাবেন অতি চমৎকার।
ওহে বাবু অসুখ আমার পেটে, চোখে, মাথার চুলে লাগবে কেন ছুরি
আমায় বুঝি কেটে কুটে মেরে ফেলার ছল করছেন, এটা কোন চাতুরী?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. আনু আনোয়ার : ২৩-০৪-২০১৭ | ১০:২৩ |

    মজার কবিতা। যদিও মজা করে লিখেছেন, তবুও কিন্তু এখনকার ডাক্তারদের চিকিৎসা পদ্ধতি অনেকটা এরকমই। মজার মধ্যে বাস্তবতা চলে এসেছে।

    GD Star Rating
    loading...
  2. মামুনুর রশিদ : ২৩-০৪-২০১৭ | ১২:৪০ |

    “বয়স আমার বাইশ, চুলেতে
    পাক ধরেছে ঘুম হয় না গাড়”

    আরে এই সমস্যা তো আমারও!
    কিন্তু এমন চিকিৎসা চাই না কখনো।

    GD Star Rating
    loading...
    • মোঃ খালিদ উমর : ২৩-০৪-২০১৭ | ১৮:১১ |

      বললেইতো হবে না ভাই! এই ডাক্তারের কাছেই চিকিতসা নিতে হবে, তারাতারি যান!

      GD Star Rating
      loading...
  3. মুরুব্বী : ২৩-০৪-২০১৭ | ১৩:০৫ |

    ‘ওহে বাবু অসুখ আমার পেটে, চোখে, মাথার চুলে লাগবে কেন ছুরি
    আমায় বুঝি কেটে কুটে মেরে ফেলার ছল করছেন, এটা কোন চাতুরী?’ https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Laugh at.gif.gif

    GD Star Rating
    loading...
  4. মোঃ খালিদ উমর : ২৩-০৪-২০১৭ | ১৮:১৪ |

    গাড়ি ভারা কইরা তারাতারি ডাক্তারের কাছে দৌড়ান!

    GD Star Rating
    loading...