অনেক দিনের লালিত স্বপ্ন ছিল কিছু লেখা লেখি করব কিংবা গঠন মূলক কিছু করব। বিশেষ করে যখন একটা ব্রিটিশ কোম্পানির জাহাজে ডেক ক্যাডেট হিসেবে জয়েন করে হুট করে একেবারে বাংলাদেশের বাইরে এক দেশের বন্দর ছেড়ে আর এক দেশে যেতাম, আসা যাওয়ায় পথে সমুদ্রের নানা রূপ কখনও রুদ্র আবার কখনও শান্ত রূপ দেখতাম, ঢেউ এর তাণ্ডব, উদাসী বালুকাবেলার সম্মোহনী রূপ দেখতাম, আবার এই বালিয়াড়িতে নানা রঙ এর, নানা বর্ণের মানুষের আনন্দ উচ্ছ্বাস দেখতাম। ওদিকে আবার নানা শহরের বিচিত্র মানুষের আনাগোনা রঙ ঢং দেখতাম সেই তখন থেকে।
অনেকদিন এই স্বপ্ন লালন করলেও তখন কিন্তু লেখার সুযোগ পাইনি! সুযোগ পেলাম বা বাস্তবায়ন শুরু করলাম যখন আটলান্টিকের দ্বিপ ব্রিটেনের জীবন কাটাতে শুরু করলাম তখন। হাতে প্রচুর সময় ছিল। সাথে ছিল চারিদিকে সবুজ আর সবুজের সমারোহ আর ছিল তুষার ঝরার স্বপ্নিল মোহনীয় পরিবেশ।
একে একে লিখে ফেললাম ৫/৭টি গ্রন্থ। গল্প, গীতিকবিতা, উপন্যাস এবং নানা কিছু আবোল তাবোল।
দেশে ফিরে এসে এর মধ্যে থেকে কয়েকটা গ্রন্থ আকারে নিজের গাঁইটের টাকা খরচ করে কয়েকটা বই মেলায় প্রকাশ করলাম।
স্বপ্নের ধারা বদলে গেল। সময়ের চাহিদা/ইচ্ছার বহুরূপী চাহিদা/ মনের সুপ্ত বাসনার কারণে ভাবছি শুধু শুধু বই গুলি ঘরের কোণে ফেলে রেখে কি হবে? কে জানবে এই কাহিনীর কথা, আমার এত বছরের সঞ্চিত তিলে তিলে জমানো মেধা, প্রতিভা, অভিজ্ঞতা, ধৈর্য্য এবং পরিশ্রমের ফসল সবাইকে না জানালে এটা কি ব্যর্থ হয়ে অন্ধকার বাক্সের ভিতর ন্যাপথলিনের গন্ধ শুকে শুকে বা বইয়ের শোকাসের ভিতরে শুধু গুমরে কেঁদে এক সময় উই পোকার খাদ্যে পরিণত হবে? এখন মনে হচ্ছে দুইটা উপন্যাস “মম চিত্তে নিতি নৃত্যে” নিটোল এক প্রেমের কাহিনী এবং “নক্ষত্রের গোধূলি” পৃথিবীর ৫টা মহাদেশের পটভূমিকায় নানা শ্রেণীর চরিত্র এসেছে এই উপন্যাসে। এই কাহিনী দুইটি নিয়ে মনে একটা বাসনা জন্মাতে চাইছে নাটক বা সিনেমা করতে পারলে মানুষের মনে সাহিত্যের একটা নতুন দিগন্ত ছড়িয়ে দেয়া যেতো। মানুষকে ভ্রমণ কাহিনীর ছলে সামাজিক নিত্য ঘটা কাহিনীর সাথে আবার নতুন করে জানিয়ে দেয়ার একটা সহজ ও সুন্দর প্রচেষ্টা হতে পারে এক সাথে দুই ফল।
মনে মনে নায়িকা এবং নায়কের চেহারাও একে রেখেছি। কিন্তু নিরালায় একা একা বসে বসে ভাবি এত টাকা কোথায় পাব??
এই একটা প্রশ্নের জন্যেই মনটা থাকে বিষণ্ণ। আহারে! কেনযে এত স্বপ্ন আসে!
loading...
loading...
সালাম নিন দাদা। আমাদের সাধ আছে কিন্তু সাধ্য নেই।
শুভ কামনা রইলো। কল্পনার নায়ক-নায়িকা একদিন বাস্তবে ফিরে আসুক।
loading...
আপনার মনের বাসনা সত্যি হোক। ধন্যবাদ।
loading...
মানুষতো স্বপ্ন নিয়েই বাচে।
আপনার স্বপ্ন বাস্তবায়িত হোক এই কামনা রইল।
loading...
হ্যা ভাই স্বপ্ন নিয়েই বেচে আছি। ধন্যবাদ।
loading...
এই স্বপ্নই যে মানুষের বড় সম্পদ বন্ধু। স্বপ্ন বেঁচে থাকুক। স্বপ্ন আমাদের ছায়া।
সুন্দর হয়েছে লিখা। প্রচ্ছদ আপলোড করার পর কোডের নিচে একটা এন্টার দিন।
loading...
ঠিকই বলেছেন স্বপ্নই মানুষকে বেচে থাকার প্রেরণা যোগায়।

ছবি ঠিক করে দিলাম। ধন্যবাদ জনাব।
loading...
দারুণ
ভাল লেগেছে
loading...
ধন্যবাদ দাদা। আশীর্বাদ করুন যেন এই স্বপ্ন কোনদিন পূর্ণ হয়। তাহলে মাগনা একটা সিনেমা দেখতে পারবেন, কথা দিলাম!
loading...
আসামু আলাইকুম ভাই সাহেব।
আমারে আছে নি মনে?
আরে ভাইজান শব্দনীড় খুজি, খুজি আর পাই না। যাক গা শেষমেষ পাইলাম। বিশ্বাস করেন আর নাই করেন প্ররথমেই আপনার পোষ্টে ঢুইকা পড়লাম।
আরে ভাইজান আপনেতো দেকতাছি ভরা দুপুরে স্বপ্ন দেখবার লইছেন। তবে ভাইজান একটা হাচা কতা কই আল্লার কাছে দোয়া করি তিনি যেন আপনার বাস্তবায়িত করেন।
আপটার অল দোয়া করতে তো আর পয়সা লাগে না।
আল্লাহ হাফেজ।
loading...
থুক্কু ভুল হইছে
আপনার স্বপ্ন
হইবে
loading...
কেলা? চিনলাম। ভাই ভাল আছেন নি? হে হে বুঝছি, মাগনা দোয়া করেন আর যাই করেন স্বপ্ন পূরণ হইলে মাগনা একটা শো দেখাইয়া দিমুনে।
loading...