আমার প্রকাশিত গ্রন্থ সমূহ

নক্ষত্রের গোধূলি
Nokkhotrer Godhuli Cover
এ দেশের কোন এক রাশেদ সাহেবের জীবনের নানা ঘটনা নিয়ে এই কাহিনী লিখা শুরু করেছিলাম। তখন ভাবীনি যে এই লেখা একদিন গ্রন্থ আকারে প্রকাশ হবে। রাশেদ সাহেবের ভাগ্যের আকাশে নানান গ্রহ নক্ষত্রে কি ভাবে দিন আসে যায়, সন্ধ্যা বা রাত্রি আসে যায়, কেন তার মত একজন সহজ সরল অতি সাধারণ মানুষ যিনি কোন ঘোর প্যাচ বোঝে না, যে কিনা তার নিজের দেশকে অকৃত্রিমভাবে ভালবাসে যেমন বাসে তার মাকে, স্ত্রীকে এই তার জন্য এই সোনার দেশে এক মুঠো অন্নের সংস্থান হয়না। নিজের দেশ ছেড়ে, সংসার ছেড়ে, স্ত্রী সন্তান প্রিয়জন ছেড়ে জীবনের একটা প্রান্তে এসে ভিন দেশে যেতে হয় তাই নিয়েই এই কাহিনী। জীবনে চলা পথে নানান উত্থান পতন এবং পায়ে পায়ে হোঁচট খাওয়া খুবই স্বাভাবিক ঘটনা, তাই নিয়ে পাঁচটি মহাদেশের পটভূমিতে এই উপন্যাস রচিত হয়েছে।

একই ধরনের নানা ঘটনা ঘটে যায় নানা জনের জীবনে যার কিছু আমরা ভাবতে পারি আবার কিছু ভাবতেও পারিনা। যিনি আমাদের জীবনের চলা পথ, গতি দুর্গতি ইত্যাদি নিয়ন্ত্রণ করছেন তিনি যেখানে যা ঘটাচ্ছেন তা আর একজনের জীবনে হুবহু ঘটতে দেখা যায় না। কখনও কারো সাথে কিছুটা মিলে গেলেও পুরোটা সাধারণত এক হয়েছে এমন দেখা যায় না অর্থাৎ মুল ঘটনা তিনিই ঘটাচ্ছেন বা বলা যায় মুল গল্প তিনিই রচনা করে রেখেছেন যিনি এই জীবন নিয়ন্ত্রণ করছেন। আমরা শুধু এমনি নানা ঘটনা জোড়া তালি দিয়ে আবার নতুন এক কাল্পনিক রূপ দিতে পারি। এর বেশি কিছু আমাদের কলমে পেরে উঠে না। তেমনি করে কারো জীবনের সাথে এখানে তুলে ধরা রাশেদ সাহেবের জীবন চলা পথ মিলে গেলে তা হবে নিতান্ত কাকতালীয় ঘটনা।

বইয়ের নামঃ –নক্ষত্রের গোধূলি
লেখকঃ মোহাম্মদ খালিদ উমর
প্রকাশকঃ নওরোজ সাহিত্য সম্ভার
প্রচ্ছদঃ Dan (UK)
মূল্যঃ ৬০০ টাকা (২০%-২৫% কমিশন) ৩০ ফর্মা
বইয়ের ধরণঃ উপন্যাস
বইটি প্রকাশ হয়েছে বইমেলা ২০১৬ সালে।
ISBN: 978-984-702-091-4

প্রাপ্তিস্থানঃ
১। নওরোজ সাহিত্য সম্ভার, ৪৬ পি কে রায় রোড, বাংলা বাজার, ঢাকা-১০০০/ মেলার স্টলেও পাবেন
২। ধ্রুপদ সাহিত্যাঙ্গন, বাংলাবাজার, ঢাকা-১০০০
৩। উত্তরণ, বাংলাবাজার, ঢাকা-১০০০
৪। রিতা ইন্টারন্যাশনাল, কোলকাতা-৭০০০৪৯
৫। সঙ্গীতা লিমিটেড, ২২ ব্রিক লেন, লন্ডন, ইউ কে
৬। অন্যমেলা, ৩০০ ড্যানফোর্ট এভিনিউ, ফার্স্ট ফ্লোর, সুইট নং ২০২, টরোন্টো, কানাডা
৭। এটিএন মেগা স্টোর, ২৯৭০ ড্যানফোর্ট এভিনিউ, টরোন্টো, কানাডা
** দেশের কোন পাঠক চাইলে কুরিয়ারের মাধমেই পেতে পারেন। এক্ষেত্রে প্রাপ্তি ঠিকানা জানিয়ে সম্পূর্ণ মূল্য বিকাশ করে পাঠালেই হবে কোন চার্জ দিতে হবে না।
মম চিত্তে নিতি নৃত্যে
Cover Momo Chittey
একজন নাবিকের অসাধারণ এক প্রেমগাঁথা নিয়ে লেখা উপন্যস।
পাঠকের মতামত-
বিবর্ণ মেঘের বাকল সরিয়ে নষ্ট আঁধারে ধবধবে জোৎস্নার মতো হৃদয়ের যত লুকানো ভালবাসা একদিন আলোকিত করে হৃদয়ের মানুষ হৃদয়ে ফিরে আসে।
লেখক তার উপন্যাসের শিরোনামে সুন্দর শব্দ চয়ন করেছেন। মমচিত্তে নিতি নৃত্যে। ভালবাসা নিয়ে যখন মানুষ অ-রুচির অন্ধকারে আচছন্ন, ঠিক তখনই উপযুক্ত সময়ে লেখক ভালবাসা এবং জীবনের যুদ্ধ নিয়ে সৃষ্টি করেছেন সুন্দর একটি গল্প “নির্বাক বসন্ত”। প্রেম-বিচেছদের কুয়াশায় আচছন্ন মানুষের চোখ। কিন্তু এমন কোন চোখ আর মন আছে কি, যে একমাত্র একজনের জন্যে অশ্রু -শ্রাবণ বর্ষণ করে? এই গল্পে একটা বিশেষ বৈশিষ্ট্য এই যে, এই গল্পে লেখক চলার পথে এক জীবনে কতটা যুদ্ধ করতে হয় সে শুধু নিজের জন্য পরিবার এবং মনের মানুষটির জন্যেও তা ফুটিয়ে তুলেছেন। আসলে ভালবাসা এমনই হতে হয়। যে প্রেমিকা তার মনের মানুষের জন্য ভালোবাসা উজাড় করে দিতে পারে রূপে-গুণে-জ্ঞানে আর ভালবাসা দিয়ে। লেখক তার গল্পে লিখেছেন তার দুটি লাইন আমার হৃদয়কে প্রলম্ভিত করেছে, তিনি লিখেছেন, আকাশে চন্দ্র সূর্য এবং অগণিত তারকা অসংখ্য বার উদয় হয়ে আবার অস্ত গেছে, অনেক প্রতীক্ষার দুঃসহ লগ্ন পেরিয়ে গেছে দূর মহা সাগরের ওপাড়ে। নিরুর জীবনের অনেক গুলি নির্বাক বসন্ত কাউকে না জানিয়ে নিরুর চোখের নোনা জল বয়ে নিয়ে গেছে সেই কোন অচেনা সুদূর নীল জলের নীল মহাসাগরের অতলে যে সাগরে তার নিশাত ঘুরে বেড়ায়। আমি লেখকের অনেক গল্প এবং কবিতা পড়েছি প্রতিটি লেখাই আমাকে মুগ্ধ করেছে।
আমিনুল ইসলাম, এডমিন, বন্ধু ব্লগ।

বইয়ের নামঃ মম চিত্তে নিতি নৃত্যে
লেখকঃ মোহাম্মদ খালিদ উমর
প্রকাশকঃ নওরোজ সাহিত্য সম্ভার
প্রচ্ছদঃ সৈয়দ ওয়াহিদুজ্জামান
মূল্যঃ ২৫০ টাকা (২০%-২৫% কমিশন)
বইয়ের ধরণঃ উপন্যাস
বইটি প্রকাশ হয়েছে বইমেলা ২০১৫ সালে।
ISBN: 978-984-702-074-7

প্রাপ্তিস্থানঃ
১। নওরোজ সাহিত্য সম্ভার, ৪৬ পি কে রায় রোড, বাংলা বাজার, ঢাকা-১০০০/ মেলার স্টলেও পাবেন
২। ধ্রুপদ সাহিত্যাঙ্গন, বাংলাবাজার, ঢাকা-১০০০
৩। উত্তরণ, বাংলাবাজার, ঢাকা-১০০০
৪। রিতা ইন্টারন্যাশনাল, কোলকাতা-৭০০০৪৯
৫। সঙ্গীতা লিমিটেড, ২২ ব্রিক লেন, লন্ডন, ইউ কে
৬। অন্যমেলা, ৩০০ ড্যানফোর্ট এভিনিউ, ফার্স্ট ফ্লোর, সুইট নং ২০২, টরোন্টো, কানাডা
৭। এটিএন মেগা স্টোর, ২৯৭০ ড্যানফোর্ট এভিনিউ, টরোন্টো, কানাডা
** দেশের কোন পাঠক চাইলে কুরিয়ারের মাধমেই পেতে পারেন। এক্ষেত্রে প্রাপ্তি ঠিকানা জানিয়ে সম্পূর্ণ মূল্য বিকাশ করে পাঠালেই হবে কোন চার্জ দিতে হবে না।
ভূত ভয়ংকর-
Vut Voyongkorr
গা ছমছম করা ১০টি গল্প দিয়ে সাজান হয়েছে এই বইটি।
প্রকাশকের মতামত-
ভূত ভয়ংকর কথা
ভূত ভয়ংকর বিশ্বাস অবিশ্বাসের ভয়ংকর সব গল্প কথা কিংবা বলা যায় কল্প কথা। একথা বলছি এজন্যে যে ভূত-আছে, ভূত-নেই। এমন সব কথা আমাদের মধ্যে ভীষণ ভাবে প্রচলিত প্রবাদ হয়ে বর্তমান।
শিশু, কিশোর, যুবক-যুবতীতো দূরের কথা আমরা যারা বুড়ো খোকা অনেকেই বিশ্বাস করি এবং ভূতকে দেখে-না দেখে ভয় পাই। কোন যুক্তিতেই তা প্রমাণ করতে পারি না। তাই বলে ভূতের গল্প বলা বা লেখা থেমে নেই- বর্তমান আইটি যুগেও ভূত বর্তমান।
লেখক মোহাম্মদ খালিদ উমর তার গ্রন্থ ‘ভূত ভয়ংকর’-এ এমন সব গা-ছমছমে গল্প তুলে ধরেছেন যা সাহিত্য গুণে, ভাষার বুনটে বিশ্বাস যোগ্যতা আদায় করে নেয়।
আমি বিশ্বাস করি এবং আশা করি সব বয়সের পাঠকের কাছে এই ভূত কাহিনী দারুণ আতংক জাগাবে।
জর্জ, প্রকাশক।

বইয়ের নামঃ ভূত ভয়ংকর
লেখকঃ মোহাম্মদ খালিদ উমর
প্রকাশকঃ নওরোজ সাহিত্য সম্ভার
প্রচ্ছদঃ জর্জ হায়দার
মূল্যঃ ১৫০ টাকা (২০%-২৫% কমিশন)
বইয়ের ধরণঃ ভূতের গল্প, গা ছমছম করা ১০টি গল্পের সমাহার রয়েছে এতে।
বইটি প্রকাশ হয়েছে বইমেলা ২০১৫ সালে।
ISBN: 978-984-702-073-0

প্রাপ্তিস্থানঃ
১। নওরোজ সাহিত্য সম্ভার, ৪৬ পি কে রায় রোড, বাংলা বাজার, ঢাকা-১০০০/ মেলার স্টলেও পাবেন
২। ধ্রুপদ সাহিত্যাঙ্গন, বাংলাবাজার, ঢাকা-১০০০
৩। উত্তরণ, বাংলাবাজার, ঢাকা-১০০০
৪। রিতা ইন্টারন্যাশনাল, কোলকাতা-৭০০০৪৯
৫। সঙ্গীতা লিমিটেড, ২২ ব্রিক লেন, লন্ডন, ইউ কে
৬। অন্যমেলা, ৩০০ ড্যানফোর্ট এভিনিউ, ফার্স্ট ফ্লোর, সুইট নং ২০২, টরোন্টো, কানাডা
৭। এটিএন মেগা স্টোর, ২৯৭০ ড্যানফোর্ট এভিনিউ, টরোন্টো, কানাডা
** দেশের কোন পাঠক চাইলে কুরিয়ারের মাধমেই পেতে পারেন। এক্ষেত্রে প্রাপ্তি ঠিকানা জানিয়ে সম্পূর্ণ মূল্য বিকাশ করে পাঠালেই হবে কোন চার্জ দিতে হবে না।
ষড়ঋতু-
Cover Shoro Ritu (2)
ঋতু পরিবর্তনের আমাজে পৃথিবীর বিভিন্ন দেশের পটভূমিতে বিভিন্ন স্বাদের ৮টি গল্পে সাজান এই বইটি।
প্রকাশকের মতামত-
ষড়ঋতু কথা-
ঋতু বৈচিত্রের দেশ আমাদের এই দেশ। ছয়টি ঋতু নিয়ে আবর্তিত এই পথ পরিক্রমা, নানা ঋতুর নানা রঙ, নানা সুবাস, বিচিত্র তার চরিত্র ও উন্মাদনা, শান্ত শুভ্র মাদকতা।
প্রকৃতির সাথে যেমন এই ঋতুর পরিবর্তন সাধিত হয়-তেমনি সমাজ জীবনেও আসে নানা বৈচিত্র।
এখানে আমি বলতে চাইছি, ষড়ঋতুর ৮টি গল্পে লেখক ঋতু পরিবর্তনের চোখে দেখা রূপগুলোর মতো-নানান ধরনের কাহিনী চিত্র তুলে ধরেছেন চলমান ছবি বা চলচ্চিত্রের আদলে। এখানে আছে, চমৎকার বর্ণনায় দেশি-বিদেশি পটভূমিকায় সব গল্প।
গল্পগুলোর পাঠক-নানা ঋতু বা নানা বিচিত্র জীবন ঘনিষ্ট গল্প পাবেন এই লেখকের লেখা গল্পে। ভীষণ রকম মুন্সিয়ানা আছে তার লেখার মধ্যে, তিনি ভালো রকম রপ্ত করেছেন গল্পগাথা ও পরিবেশন করার ব্যাকরণটি।
আমি বিশ্বাস করি ষড়ঋতুর সবকটি গল্পে পাঠক নিজেকে খুজে না পেলেও বর্তমান সমাজকে পাবেন দারুণ ভাবে। এখানেই সার্থক লেখক।
জর্জ, প্রকাশক।

বইয়ের নামঃ ষড়ঋতু
লেখকঃ মোহাম্মদ খালিদ উমর
প্রকাশকঃ নওরোজ সাহিত্য সম্ভার
প্রচ্ছদঃ জর্জ হায়দার
মূল্যঃ ২০০ টাকা (২০%-২৫% কমিশন)
বইয়ের ধরণঃ গল্প। পৃথিবীর বিভিন্ন দেশের পটভূমিতে লেখা ৮টি গল্পের সমাহার রয়েছে এতে।
বইটি প্রকাশ হয়েছে বইমেলা ২০১৫ সালে।
ISBN: 978-984-702-072-3
প্রাপ্তিস্থানঃ
১। নওরোজ সাহিত্য সম্ভার, ৪৬ পি কে রায় রোড, বাংলা বাজার, ঢাকা-১০০০/ মেলার স্টলেও পাবেন
২। ধ্রুপদ সাহিত্যাঙ্গন, বাংলাবাজার, ঢাকা-১০০০
৩। উত্তরণ, বাংলাবাজার, ঢাকা-১০০০
৪। রিতা ইন্টারন্যাশনাল, কোলকাতা-৭০০০৪৯
৫। সঙ্গীতা লিমিটেড, ২২ ব্রিক লেন, লন্ডন, ইউ কে
৬। অন্যমেলা,৩০০ ড্যানফোর্ট এভিনিউ, ফার্স্ট ফ্লোর, সুইট নং ২০২, টরোন্টো, কানাডা
৭। এটিএন মেগা স্টোর, ২৯৭০ ড্যানফোর্ট এভিনিউ, টরোন্টো, কানাডা
** দেশের কোন পাঠক চাইলে কুরিয়ারের মাধমেই পেতে পারেন। এক্ষেত্রে প্রাপ্তি ঠিকানা জানিয়ে সম্পূর্ণ মূল্য বিকাশ করে পাঠালেই হবে কোন চার্জ দিতে হবে না।
জীবন পথের বাঁকে বাঁকে
Jibon22-540x253
নিজের ব্লগসহ দেশ বিদেশের নানা সামাজিক ব্লগে লেখালেখির মাধ্যমে কলম বা কী-বোর্ড সঞ্চালন শুরু করলেও লেখালেখির একটা সুপ্ত বাসনা সেই ছোটবেলা থেকেই মনের কোন এক কোণে জমে ছিল। নাবিক জীবনে কুল কিনারা বিহীন সাগরের নীল জলে ভেসে এবং বিলাতের দিনগুলি কাটাবার সময় মনের মাঝে জমা কিছু কথা ডাইরির পাতায় লিখে রাখতাম। তা দেখে বন্ধু রফিকুল ইসলাম বলল আপনি এমন করে দিন রাত লিখছেন, তা এগুলোকে এ ভাবে খাতায় বন্দী করে না রেখে সবার জন্য উন্মুক্ত করে দিন! আমাকে দিন এর অঙ্গসজ্জা থেকে শুরু করে যেখানে যা কিছু করতে হবে আমি করে দিচ্ছি।
মংলা বন্দরে কর্ম কালীন যে সব কবিতা লিখেছিলাম সেগুলোতে সুর দিয়ে গান লেখায় উদ্বুদ্ধ করেছিলেন মংলার দিগরাজের বন্ধু শতদল হালদার। যেমন নীল নীল সাগর তীরে, ওগো প্রেম, বাতায়নে ভাবি বসে একা, স্বর্ণালি সুন্দর এই দিন এবং মন আমার দোদুল দোলে কৃষ্ণচূড়ার ডালে ডালে এই সব সাড়া জাগানো গানগুলো সে সময়েরই লেখা। এখনও তিনি অক্লান্ত ভাবে সুর করে চলেছেন। শুধু বললেই হল শতবাবু একটা গান দেখবেন? অমনিই এসে হাজির, কই দেখি কি লিখেছেন! যিনি এভাবে উৎসাহ এবং স্বীকৃতি দিয়েছেন তাকে কি আমি ভুলতে পারি? কখন যেন ঠাঁই করে নিয়েছেন আমার হৃদয়ের অনেকখানি জুড়ে। এই গানগুলি দিয়ে অদূর ভবিষ্যতে গানের এলবাম করার ইচ্ছেও রয়েছে।
গ্রন্থাকারে প্রকাশের পূর্বে আমার বিভিন্ন লেখার বানান সংশোধনের আগ্রহ প্রকাশ করেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জনাব সুশান- বর্মণ। ভ্রাতৃপ্রতিম সুশান্ত বর্মণ এবং কঠিন সমালোচনা করে আমার নানা ভুল ভ্রান্তি দেখিয়ে দিয়েছেন ভারতের অসম প্রদেশের তিনসুকিয়া কলেজের বাংলার অধ্যাপক ভ্রাতৃপ্রতিম সুশান্ত কর।
বইটি প্রকাশের ব্যাপারে অনেকেই নানা ভাবে উৎসাহ এবং তাগিদ দিয়েছেন। প্রকৃতপক্ষে সবার এই সম্মিলিত উৎসাহ এবং তাগিদের ফলেই বইটি প্রকাশ করা হয়ে উঠেছে এবং এ জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।
বইটি প্রকাশ হয়েছে বইমেলা ২০১২ সালে।
ISBN: 978-984-90146-8-3

বইয়ের নামঃ জীবন পথের বাঁকে বাঁকে
লেখকঃ মোহাম্মদ খালিদ উমর
প্রকাশকঃ ব্লগার্স ফোরাম
প্রচ্ছদ- শামীম সুজায়েত
মূল্যঃ ২০০ টাকা (২০%-২৫% কমিশন)
বইয়ের ধরণঃ গল্প
প্রাপ্তিস্থানঃ
১। নওরোজ সাহিত্য সম্ভার, ৪৬ পি কে রায় রোড, বাংলা বাজার, ঢাকা-১০০০/ মেলার স্টলেও পাবেন
২। ধ্রুপদ সাহিত্যাঙ্গন, বাংলাবাজার, ঢাকা-১০০০
৩। উত্তরণ, বাংলাবাজার, ঢাকা-১০০০
৪। রিতা ইন্টারন্যাশনাল, কোলকাতা-৭০০০৪৯
৫। সঙ্গীতা লিমিটেড, ২২ ব্রিক লেন, লন্ডন, ইউ কে
৬। অন্যমেলা, ৩০০ ড্যানফোর্ট এভিনিউ, ফার্স্ট ফ্লোর, সুইট নং ২০২, টরোন্টো, কানাডা
৭। এটিএন মেগা স্টোর, ২৯৭০ ড্যানফোর্ট এভিনিউ, টরোন্টো, কানাডা
** দেশের কোন পাঠক চাইলে কুরিয়ারের মাধমেই পেতে পারেন। এক্ষেত্রে প্রাপ্তি ঠিকানা জানিয়ে সম্পূর্ণ মূল্য বিকাশ করে পাঠালেই হবে কোন চার্জ দিতে হবে না।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৯-০২-২০১৭ | ৬:২৭ |

    প্রকাশিত গ্রন্থ সমূহের সাফল্য কামনা করছি।
    যুগ যুগ বেঁচে থাক কর্ম এবং জীবনের অভিজ্ঞতার অক্ষর প্রতিচ্ছায়া।

    অভিনন্দন এবং শুভ সকাল প্রিয় বন্ধু। সুস্থ্য থাকুন। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • মোঃ খালিদ উমর : ১৯-০২-২০১৭ | ২০:৪৬ |

      বই প্রকাশ হয়েছে, প্রিয়জনদের উপহার দিয়েছি পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে গেছে, নিজে দেখছি ব্যাস আর কি সাফল্য?
      বই বিক্রি করে ফ্ল্যাট কিনব ভাবছেন? তাই কি আর এই পোরা কপালে হইবে??? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shock.gif.gif

      GD Star Rating
      loading...
  2. ছন্দ হিন্দোল : ১৯-০২-২০১৭ | ৮:৫০ |

    অনেক বই মাশাআল্লাহ
    সৃষ্টির আনন্দ অন্যরকম
    আনন্দ সফলতা বয়ে আসুক
    শুভকামনাhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
    • মোঃ খালিদ উমর : ১৯-০২-২০১৭ | ২১:০৬ |

      বই প্রকাশ হয়েছে, প্রিয়জনদের উপহার দিয়েছি পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে গেছে, নিজে দেখে সৃষ্টিসুখের উল্লাসে ডুবে আছি ব্যাস আর কি সাফল্য?
      বই বিক্রি করে গাড়ি ফ্ল্যাট বৌ কিনব ভাবছেন? তাই কি আর এই পোরা কপালে হইবে??? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Paper.gif.gif

      GD Star Rating
      loading...
    • ছন্দ হিন্দোল : ২০-০২-২০১৭ | ৮:০২ |

      তবুও মনের খুশিকে বন্দি করতে পেরেছেন সময়ের খাঁচায় ,বেঁচে
      থাকবেন যুগ যুগ প্রজন্মের হাত থেকে হাতে।
      বিরল সৌভাগ্য
      শুভকামনাhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      GD Star Rating
      loading...
  3. আনু আনোয়ার : ১৯-০২-২০১৭ | ১৪:৩৬ |

    আমি আপনার মুগ্ধ পাঠক। আপনার লেখার জাদুতে যে ধরা পড়েছে তাকে মুগ্ধ হতেই হবে। এ বইগুলোর মাঝে দুটি বই খুবই প্রিয় ‘জীবন পথের বাঁকে বাঁকে’ আর ‘ষড়ঋতু’।

    GD Star Rating
    loading...
    • মোঃ খালিদ উমর : ১৯-০২-২০১৭ | ২১:০৭ |

      ধন্যবাদ আনু ভাই। তবে মম চিত্তে নিতি নৃত্যে এবং নক্ষত্রের গোধূলি উপন্যাস দুইটিও কিন্তু চমতকার উপন্যাস। পড়ে দেখবেন।

      GD Star Rating
      loading...
  4. মামুন : ১৯-০২-২০১৭ | ২২:০৭ |

    আপনার লেখার মুগ্ধ পাঠক।

    সাফল্য কামনা করছি প্রিয় ভাই।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...