আমি তো তেমনই আছি যেমন দেখেছিলে বারটি বছর আগে,
এখনও তোমার আশায় পথ চেয়ে বসে থাকি শিউলি তলে।
কোথা থেকে কি ঝড় বয়ে গেল, হয়ে গেল সব এলো মেলো,
কত যতনে গাঁথা কুড়ান ফুলের মালা খানি শুকিয়ে গেল।
এখনও তোমার আশায় পথ চেয়ে বসে থাকি শিউলি তলে।
কোথা থেকে কি ঝড় বয়ে গেল, হয়ে গেল সব এলো মেলো,
কত যতনে গাঁথা কুড়ান ফুলের মালা খানি শুকিয়ে গেল।
যে মালা গেঁথেছিলাম শুধু তোমায় পরাব বলে আপন হাতে,
আকুলিত ছিল এ মন, বাঁধব ঘর তুমি আমি একই সাথে।
জোনাক জ্বলা কোন রূপালী রাতে হারিয়ে যাব দূর তেপান্তরে
গানে গানে বলব কথা দোলন চাঁপার গন্ধ ভরা আবেশে।
এখনও শিউড়ে উঠি ক্ষণে ক্ষণে ঝোপের পাশে পেঁচার ডাকে,
ভাবি একা আনমনে, এই বুঝি তুমি এলে আজ আমারই দ্বারে।
জানো না তো হায় তুমি রয়েছ তেমনি হৃদয়ের গহীনে
সাঁঝের আলো হয়ে, বল না তুমি এত দিন কোথায় ছিলে?
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
নিপাট পরিপাটি লিখা প্রিয় বন্ধু। ভক্ত বলেই কিনা জানিনা …
আপনার লিখা অনেক অনেক ভালো লাগে।
loading...
আপনাদের ভাললাগাতেই আমার এই পথ চলা প্রিয়!
loading...
অসাধারণ দাদা
loading...
ধন্যবাদ আলমগীর।
loading...
এই মহাবিশ্বের কোথাও স্থবিরতা নেই। কেবল গতি আর পরিবর্তন সারা জাহান জুড়ে। এই মুহুর্তে যা আছে যে অবস্থানে পরমুহুর্তেই থাকে না কো আর সে অবস্থানে। অথচ আপনি বারোটি বছর পর এসে লক্ষ্য করলেন…
আমি তো তেমনই আছি যেমন দেখেছিলে বারটি বছর আগে, …
এখনও শিউড়ে উঠি ক্ষণে ক্ষণে ঝোপের পাশে পেঁচার ডাকে,
ভাবি একা আনমনে, এই বুঝি তুমি এলে আজ আমারই দ্বারে।
আহারে ভালোবাসা কত অসম্ভবকে করলে সম্ভব। যেখানে কোথাও স্থিরতা নেই, সেখানে আপনার প্রতীক্ষা একই স্থানে স্থির।
স্যালুট বস।
loading...
ধন্যবাদ ফকির ভাই। ঢাকায় এলে দেখা করবেন।
loading...
অসাধারণ কবিতায় শুভেচ্ছা নিন দাদা।
loading...
ধন্যবাদ মামুন ভাই।
loading...
যে মালা গেঁথেছিলাম শুধু তোমায় পরাব বলে আপন হাতে,
আকুলিত ছিল এ মন, বাঁধব ঘর তুমি আমি একই সাথে।
জোনাক জ্বলা কোন রূপালী রাতে হারিয়ে যাব দূর তেপান্তরে
গানে গানে বলব কথা দোলন চাঁপার গন্ধ ভরা আবেশে। – ভালো লাগা এবং শুভেচ্ছা।
loading...
শুভেচ্ছা প্রিয় বন্ধু।
loading...