কর্কট ক্রান্তি মকর ক্রান্তি ছাড়িয়ে
উত্তর থেকে দক্ষিণ মেরু, বিষুব রেখা পেরিয়ে
অশান্ত ঝড় বইছে পৃথিবী জুড়ে
লক্ষ জনের অশ্রু ঝরিয়ে বিষাদের সুরে।
এটম নাপাম নিউক্লিয়ার হাইড্রোজেন বোমা
শান্তি সোহাগ রাখবে না জমা।
পাল্লা ধরেছে সকলে খেলবে মরণ খেলা
বসে না যেন বকুল তলে বসন্ত মেলা।
মা কাঁদে, শিশু কাঁদে, কাঁদে ধরণী,
অথৈ