রাজস্থানের গ্রামগুলো পেরিয়ে
কাঞ্চনজঙ্ঘা ডিঙিয়ে,
অম্বরে খচিত হলো একটা ময়ূরপঙ্খী নাও।
সেখান হতে বর্ষার ধারায় ঝড়ে পড়ল
একদল পত্রবাহক।
পত্র এলো তাকে খুজে পাওয়া গেছে।
ঈশানে নিবাস তার শ্রেয়সী অতি,
দুহাত ভরা তার সাতটি অমরাবতী।
তার নেত্রের কোন ঘেষে বয়ে যাওয়া বাতাসে
উত্তর মেরুতে আজও কনকনে

