মাদকের বিরুদ্ধে প্রয়োজন পারিবারিক শুদ্ধি অভিযান

অপরাধিরা সবচেয়ে বেশি প্রতারনা করে তার পরিবারের সাথে। এমন অনেক কে দেখা যায় ধুমপান সহ প্রায় সব ধরনের মাদকের সঙ্গে যুক্ত কিন্ত তাদের পরিবারের কেউ এই সত্য জানেই না। কেউ যদি বলে উল্টো তাদের কথা শুনতে হয়।

চারদিকে অসুস্থ প্রতিযোগীতা। পরিববারের কর্তা ব্যাক্তির আয়ের উৎস কি? সে যে ব্যয় করছে তা কি তার আয়ের সাথে সঙ্গতপূর্ণ? সে কি কোন মাদকের সাথে যুক্ত? এই প্রশ্নের চর্চা আমাদের দেশের পরিবারগুলোতে হয় কিনা জানি না। যদি এই প্রশ্নের চর্চা হতো কিছু পরিবর্তন হলেও হতে পারতো।

অপরাধিরা আপনার আমার চারপাশে আছে। আপনার আমার পারিবারে আছে একটু খোঁজ নিন। এই মাদক অভিযানে কোন পরিবারের অংশগ্রহণ দেখতে পেলাম না। কোন পরিবার তার পরিবারের কোন সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেনি। তার মানে আমাদের পরিবার আমাদের সমাজ অপরাধিদের লালন করছে শুধুমাত্র স্বজন বলে?

তাহলে দেশে কোন কি মাদক চক্র নেই? তাহলে এই মাদক চক্রের কারো পরিবার নেই? কারণ দুটি এক- হতে পারে পরিবারের লোক জানেই না তার পরিবারের কেউ একজন মাদকের সাথে জড়িত। দুই- আথবা পরিবার জেনেশুনে তাকে প্রশ্রয় দিচ্ছে। এই না জানা ও প্রশ্রয় যে কান্না কারণ হতে পারে এটা কেউ চিন্তাতেই আনে না।

মাদকের বিরুদ্ধে পারিবারিক শুদ্ধি অভিযান জরুরী। সব স্বজন হারা মানুষের কান্নার রং এক। অপরাধির পক্ষে পারিবারিক ও পুলিশি আশ্রয় প্রশ্রয় বন্ধ না হলে অপরাধ সংক্রামণ থামানো যাবে না। নাম মাত্র অভিযান আর কিছু স্বজনদের কান্না ছাড়া আদতে কোন পরিবর্তন বয়ে আনবে না। ক্রসফায়ারের নামে যে হত্যা চলছে এর দায় পরিবার ও রাষ্ট্রকে সমান ভাবে নিতে হবে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ২টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৪-০৬-২০১৮ | ২০:০০ |

    "মাদকের বিরুদ্ধে পারিবারিক শুদ্ধি অভিযান জরুরী। সব স্বজন হারা মানুষের কান্নার রং এক। অপরাধীর পক্ষে পারিবারিক ও পুলিশি আশ্রয় প্রশ্রয় বন্ধ না হলে অপরাধ সংক্রমণ থামানো যাবে না। নাম মাত্র অভিযান আর কিছু স্বজনদের কান্না ছাড়া আদতে কোন পরিবর্তন বয়ে আনবে না। ক্রসফায়ারের নামে যে হত্যা চলছে এর দায় পরিবার ও রাষ্ট্রকে সমান ভাবে নিতে হবে।" ___ কোন দ্বিমত নেই; মি. সৈয়দ মাজারুল ইসলাম রুবেল।

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ০৪-০৬-২০১৮ | ২১:১১ |

    চারদিকে অসুস্থ প্রতিযোগীতা। অসহ্য এমন প্রতিযোগীতা ভারতবর্ষকেও গ্রাস করেছে। Frown

    GD Star Rating
    loading...
  3. সাইদুর রহমান১ : ০৫-০৬-২০১৮ | ১১:৪১ |

    আমিও শ্রদ্ধেয় মুরুব্বী’র সাথে একমত পোষণ করছি যে, পারিবারিক শুদ্ধি অভিযানই এখন জরুরী বিষয়। সমাজ থেকে এই বিষফোঁড়া নামক মাদক থেকে নিস্ক্রিতি পাওয়ার জন্য।

    GD Star Rating
    loading...