আমি যখন ছোট ছিলাম বাবা তখন জীবিকার তাগিদে ছুটেছেন।
এরপর বাবা যখন অসুস্থ হলেন আমি বড় হলাম
মুলত বাবার অসুস্থতা সময়ের আগেই আমাকে বড় করে দিয়েছে।
এরপর জীবিকার তাদিগে আমার ছোটা শুরু হলো
বাবাকে নিয়ে আমার সমুদ্র দেখা হয়নি।
আজ আমার চোখের সামনে সমুদ্র আর সমুদ্র জুড়ে সু-বিশাল
অপরাধিরা সবচেয়ে বেশি প্রতারনা করে তার পরিবারের সাথে। এমন অনেক কে দেখা যায় ধুমপান সহ প্রায় সব ধরনের মাদকের সঙ্গে যুক্ত কিন্ত তাদের পরিবারের কেউ এই সত্য জানেই না। কেউ যদি বলে উল্টো তাদের কথা শুনতে হয়।
চারদিকে অসুস্থ প্রতিযোগীতা। পরিববারের কর্তা ব্যাক্তির আয়ের
কোটা সংস্কার এবং আমি
আমার জন্ম স্বাধীন বাংলাদেশে। দেশের প্রতি আমার ভালোবাসা সব কিছুর উর্ধ্বে। এবং গৌরবময় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা লালন করি।
যখনই দেশে কোনো সংকট তৈরি হয় নিজের মতো করে একটা সমাধান খুঁজি। প্রচলিত সরকারী চাকুরিতে কোটা থেকে
যখন আমি নারী ভালোবাসলাম তখন তার মানুষ হবার প্রাণানন্ত চেষ্টা।
যখন আমি মানুষ ভালোবাসতে চাইলাম সে চিরায়ত নারী।
সময়ের আবর্তে শরীরের গন্ধ বিলীন হয়,
সবুজ রং ধুসর হয়
পুরাতন চালের মতো ভালোবাসায় গায়ে সফেদ আবরণ পড়ে।
হায়্ সময়! সুখস্মৃতি বিস্মৃত হবার আপ্রাণ চেষ্টায়
মেঘবালিকা-
শোন;
তোকে বলা হয়নি ইদানিং আমি ভালোবাসা শব্দের
নতুন মানে খুঁজে পেয়েছি
এই যেমন ভালোবাসা হচ্ছে ভরনপোষণ
আবার হাসি ঠোটে না খুঁজে চোখে খুঁজি
আর আঙ্গুলে স্পর্শে হৃদয় খুঁজি
কুয়াশার রাতে চাঁদকে মনে হয় স্মৃতির তিলক
হাসছিস? হেসে যা তোর গতানুগতিক জীবনে একটু
হাসির যে বড্ড প্রয়োজন
গোধূলির আকাশে এই কথাটি প্রায়শই লেখা