ঝরঝর করে কাঁদতে লাগলো হিমু। কান্নার শব্দে রান্নাঘর থেকে বুয়া বেরিয়ে এসে বললো – মামা, কাঁদছেন কেন? কি হয়েছে?
কিন্তু কিছুতেই হিমুর কান্না থামছে না। আবার কোন কথাও বলছে না। শুধু খাবারের দিকে একনাগাড়ে তাকিয়ে রয়েছে।
বুয়া গিয়ে অতনুকে ব্যাপারটা খুলে বললো। অতনু সাথে সাথে রুম থেকে বেরিয়ে এসে বললো – কাঁদছিস কেন? কি হয়েছে? খাবার না খেয়ে সামনে রেখে কাঁদছিস যে।
তারপরও হিমু কেঁদেই যাচ্ছিলো। কোনক্রমেই থামানো যাচ্ছিলো না।
কিছুক্ষণ পরে হিমু একটু শান্ত হয়ে বুয়াকে ডেকে বললো – খালা, খাবার নিয়ে রেখে দেন। আমি খাব না।
অতনু বললো – কেন রে? খাবি না কেন?
হিমু বললো – ডিম দিয়ে খাবনা।
অতনু বললো – ডিম আবার তোর কি ক্ষতি করলো?
হিমু বললো – কেন তুই জানিস না? আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম তার নাম ছিলো কুসুম। যে আমাকে ছ্যাঁকা দিয়ে অন্য একজনকে বিয়ে করেছে।
কিছুদিন পর আবার সেই কান্না। হিমু কাঁদছে…।
অতনু ফেসবুকে স্ট্যাটাস দিলো – ছেলেটি ডিম দেখলে আজও কাঁদে। কারণ মেয়েটির নাম ছিলো কুসুম।
ছবিঃ সংগৃহীত
loading...
loading...
হিমু কাহিনী পড়লাম মাসুদ ভাই। শুভেচ্ছা।
loading...
ধন্যবাদ সুপ্রিয়
loading...
আমার পিসির অপারেটিং সিস্টেম উইণ্ডোজ এক্স পি। চেষ্টা করলাম circulation এর পিডিএফ অংশটি ডাউনলোড করতে। কিন্তু পারিনি।
এই পর্বের পুরো অংশটি বেশ হয়েছে মি. নৃ মাসুদ রানা।
loading...
দুঃখিত, ওটা যে কিভাবে এ্যাড হয়েছে আমি জানিনা। আসলে ওটা একটি চাকরির বিজ্ঞপ্তি।
loading...
শুভেচ্ছা জানবেন নৃ মাসুদ রানা ভাই।
loading...
ধন্যবাদ কবিবর
loading...
ভালোবাসা নৃ ভাইজান। হিমুর জয় হোক।
loading...
হুমায়ুন হিমু নামে বইমেলা ২০২০ শে আমার একটি গল্পের বই প্রকাশ পাচ্ছে। আশাকরি সবাই পাশে থাকবে।
loading...
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দাদা।
loading...
হুমায়ুন হিমু নামে বইমেলা ২০২০ শে আমার একটি গল্পের বই প্রকাশ পাচ্ছে। আশাকরি সবাই পাশে থাকবে।
loading...
হুমায়ুন হিমু নামে বইমেলা ২০২০ এ আপনার গল্পের বইটি পাওয়া গেলে সংগ্রহ করবো।
loading...
হুমম অবশ্যই পাবেন। একই নামে ফেসবুক আইডি রয়েছে আমার।
loading...
সুন্দর লিখেছেন ভাই। বইটি আমিও সংগ্রহ করবো ইনশাল্লাহ।
loading...
খুবই খুশি হলাম প্রিয়।
loading...