রেওয়াজ_৬০

হয়তো এভাবেই আমিও গান রেখে দিয়ে চলে যাবো;
যেভাবে মোহ থেকে মায়া সরে যায় একটু-একটু করে, ঠিক সেভাবেই। সন্ধের একটা নিবিড় গন্ধ থাকে, যে-গন্ধ উপেক্ষা করা বড়ো কঠিন; তবুও চলে যেতে হয়। চলে যাবো। দুরারোগ্যের পাশে গালে হাত দিয়ে দীর্ঘশ্বাস যেভাবে বসে থাকে, ঠিক তেমনই এক হাওয়ার মধ্যে ভেসে আসবে কোনও অচেনা ট্রেনের ছুটন্ত শব্দ। আমি সেই শব্দের কাছে নতজানু হয়ে বসে থাকবো; পাশ দিয়ে বয়ে যাবে অনন্ত এক নদী; স্থির জল, বিস্ময়ের ঘাট। চারিদিকে কেবল জল আর জল। মোহ থেকে মায়া খুলে গেলে পড়ে থাকে শুধু চলে যাওয়ার প্রগাঢ় ইচ্ছে।

হয়তো এভাবেই আমিও গান ফেলে চলে যাবো, দূরে…

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০২-১০-২০২০ | ১৯:৫০ |

    "পাশ দিয়ে বয়ে যাবে অনন্ত এক নদী; স্থির জল, বিস্ময়ের ঘাট। চারিদিকে কেবল জল আর জল। মোহ থেকে মায়া খুলে গেলে পড়ে থাকে শুধু চলে যাওয়ার প্রগাঢ় ইচ্ছে।" ___ চমৎকার মানের শব্দমালায় পরিবেশনা। অভিনন্দন প্রিয় কথাশিল্পী। Yes

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ০২-১০-২০২০ | ২০:৪১ |

     চলনসই প্রকাশ 

    GD Star Rating
    loading...