সৌদি আরব সরকারের ব্যাপক ধরপাকড় অভিযানের মুখে খালি হাতে বুধবার রাতে দেশে ফিরেছেন ২১৫ জন বাংলাদেশি শ্রমিক। স্বজনদের কাছে তারা ফিরে গেছেন এক বুক হতাশা নিয়ে। জমি জমা বিক্রি করে এবং ঋণ নিয়ে তারা সৌদি আরব গিয়েছিলেন পরিবারের মুখে এক
শিল্পী শাহাবুদ্দিন আহমেদ।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। তার জীবন নানা নাটকীয়তার ভরপুর। জীবনের প্রতিটি বাঁক তিনি ক্যানভাসে তুলে এনেছেন তুলির আঁচড়ে। তার জীবনবোধ নানা রঙে বর্ণিল। সেই বোধ থেকেই প্রতিটি আঁচড়ের জন্ম।
একজীবনে যিনি ছবি আঁকাকেই ধ্যানজ্ঞান হিসেবে গ্রহণ করেছেন।
বাউলসম্রাট শাহ আবদুল করিম।
তার ছিল কথা-সুর, তাল- লয়, রঙ-রূপ, রস আর মাটির গন্ধভরা জীবন। বাংলার পথে-প্রান্তরে ছুটে যিনি মানুষকে শুনিয়েছেন শেকড়ের গান। জীবনের বাহারী রূপ তিনি ধারণ করেছেন সুরে। কালনী নদীর পাড়ে বসে কখনো আনমনেই গেয়ে ওঠেছেন