ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে গলিপথ ফুটপাত রাস্তা
ঘাগরার দু-পাড় নদীর বেলাভূমি খেলার মাঠ
জঙ্গলের ঝোপঝাড় ফুলের বাগান গাছের ছায়া
ফসলের ক্ষেত বাঁশবাগান কাজলা দিঘি
আমাদের একান্ত হেঁটে চলার পথ-ঘাট দিঘল ভাবনা
পুকুরের পাড় বাড়ির আঙিনা সুখের দুয়ার
সব দখল হয়ে যায়…দখল হয়ে যায়;
সব দখল করে নেয় বেনিয়া দস্যু।
যারা চর দখলের লাঠিয়াল অশ্লীল খিস্তি-খেউর
মাথায় নিয়ে চুরি-ডাকাতি-ছিনতাই-হত্যার হুলিয়া
কাঁধে ঝোলানো ভিক্ষের ঝুলি মাদরাসার চাঁদাবই,
তারা খুব ধীরপায়ে আসে…আসতে থাকে বানভাসি
সিঁদকাটা চোর দুচোখে অবিশ্বাস দৃষ্টিঘোলা ভিনদেশি।
দখল করে নেয় আমাদের সাধের সাজানো শহর
প্রিয় গলিপথ খেলার মাঠ রকের দেয়াল
দখল করে নেয় শান্তি
একমুঠো নিরিবিলি নিবিড় জীবন।
আমরা তারপর নির্জীব বসে থাকি আলস্য শরীর
শৌখিন বেদনায় তিন তাসের টেক্কা খুঁজি আকাশের ঘুড়ি
মিয়াবাড়ির দহলিজে যেমন সান্ধ্য আসর বসে সহসা
একজন আরেকজনের দোষ দেখি,
গালমন্দ কটুভাষ্য দায়ভার দিই খুব অনায়াসে;
এই তো বেশ আছি…বেশ ভালো আছি।
পুনরায় ধীরে ধীরে দখল হয়ে যায় সবকিছু
আমাদের রাতের ঘুম সুখ স্বপ্ন গ্রহ-নক্ষত্র-তারা
নিদহারা দুচোখ দেয়ালের পিঠে তুলে দিয়ে ভাবি
একদিন এ শহর গলিপথ ফুটপাত রাস্তাঘাট
আমাদের ছিল…আমাদের গৌরবগাঁথা পুঁথিপাঠ
সন্তানের হাসিমুখ মুড়ির মোয়া রেশমি জিলেপি
এখন আমাদের কিছু নেই…কিছু নেই আর।
মাথায় নিয়ে হুলিয়া কাঁধে ভিক্ষের ঝুলি মানুষজন
তারা সব দখল করে নেয়
দখল করে নেয় একটি কবিতার নান্দীপাঠ।
loading...
loading...
অনেক ভালো লাগল
loading...
ধন্যবাদ কবি।
loading...
আপনার গল্প পড়েছি আগে। কবিতা প্রথম পড়লাম। কবিতা পড়ে সত্যিকার কবিতা পাঠের আনন্দ পেলাম।
অনেক শুভেচ্ছা জানাই প্রিয় মাহবুব ভাই।
loading...
কখনো লেখার সাধ জাগে। শুভকামনা।
loading...
অনেক অনেক সুন্দর প্রিয় মাহবুব ভাই।
আপনার এই শৈল্পিক উপহারটি স্মরণে রাখার মতো। অল দ্য বেস্ট।
loading...
প্রিয় শব্দনীড় ব্লগে তেমন করে আসতে পারি না। চেষ্টা করব। ভালো লাগে। আচ্ছা ‘শব্দতরী’ বের হয় না? জানাবেন। অনেক অনেক শুভকামনা।
loading...
শব্দতরীকে চালু করার সামর্থ আমাদের এখনও আসেনি মাহবুব ভাই।
loading...
অপেক্ষা করি সুদিনের। শুভ সকাল।
loading...