জান্নাতী

মাগফুর

আহমাদ মাগফুর এর জান্নাতী

‘জান্নাতী’

তুমি আমার “জান্নাতী” এক নাম
মাটির ধরায় বেহেশতী এক ফুল,
তোমায় ছুঁতে মিটাই কিসের দাম
নামই তোমার স্বর্গ – সমতুল।

জীবন্তিকা হোক না যতই ছোট
মনের ভেতর হাজার দাবিদাওয়া,
তুমি আমার সকল দাবির মাঝে
ঝিনুক ভেঙে নতুন কিছু চাওয়া।

দূরত্ব আর ব্যবধানে থেকেও
বুকে আমার দাগ টেনে যাও খুবি,
ধাপ মেলে না যদিও তোমার সাথে
আমি তবু তোমার জলেই ডুবি।

স্বর্গ-সুখের স্থায়িত্বকাল খুঁজি
উড়াল-তারে যখন তুমি হাসো,
নিরব হলেই অবুঝ লাগে রোজ’ই
কেন্ যে তুমি একলা অমন ভাসো।

শরীর থেকে দূরে আছো, থাকো
হৃদয় ছেড়ে যেয়ো না আর মেয়ে,
তুমি কি আর মনের ভাষা পড়ো
মনটা তোমার শক্ত লোহার চেয়ে।

শিউলিফুলে শিশির পড়ার মত
তোমায় তো খুব যতন করেই চাই,
তুমি দেখাও কৃষ্ণ-কাঁটার পথ
উড়ে যেথায় স্বপ্ন পুড়ার ছাই।

সেই ভাবনায় পাথর হয়ে থাকো
আমিই একা স্বপ্ন-কমল আঁকি,
ভুলেও যদি পুষ্প হয়ে হাসো
আমি কেবল সে আশাতেই থাকি।

প্রতীক্ষাটা যদিও মরুর মত
সেই ভূমিতে ক্যাকটাসও তো থাকে,
বারুদজ্বলা বালুপথের ক্ষতে
কাঁটাগাছও শরাব ধরে রাখে।

তবুও যদি পাথর হয়েই থাকো
আমি হবো নির্ঝরিণী’র ঢল,
সারাটাক্ষণ তোমার উপর ঝরে
গড়বো প্রেমের কুসুম-সমতল।

-রামপুরা ঢাকা
৮ই অগাস্ট ২০১৭

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৯-০৮-২০১৭ | ৯:৫৯ |

    অনেকদিন পর আপনার পূর্ণাঙ্গ লিখা পড়লাম মি. আহমাদ মাগফুর।
    আপনার লিখা মিস করেছি বহুদিন।

    ভালো লিখেছেন। ইলাস্ট্রেশনও সুন্দর হয়েছে। Smile

    GD Star Rating
    loading...