ক’দিন আগেই আমি পা রেখেছি বিশে’র ঘরে
জানি এর সাথে আর এক যোগ করলে একুশই হবে।
তবুও বড় আফসোস!
সত্যিকারের একুশ দেখা হয়নি বলে, কারন
বিধাতা আমার চক্ষুদ্বয়কে স্বর্গীয় করে রেখেছিলো তখন
তাই যাওয়া হয়নি সেই অধিকার আদায়ের মিছিলে
একদিন চক্ষু পেলাম, পেলাম তার মাঝে আলো
শুরু