ঢেউয়ের নৃত্য।
১. নিষ্কলুষ হৃদয়ে কলুষতা কখনও স্থান পায় না। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার হৃদয় কতখানি নিষ্কলুষ?
২. একজনের প্রোফাইলে ঘুরতে গেলাম। স্বাভাবিকভাবে তার বায়োগ্রাফী নজর কাড়লো আমার। বেশ অবাক হলাম দেখে। সেখানে লিখা ছিলো, “আমি সবার আগে মা, তারপর একজন ভালো ও গুণবতী স্ত্রী”।
এটা অসুন্দর কথা। বেশ অগোছালো ভাবনাও বটে। আমাদের উচিৎ যে কোন অঙ্ককে প্রশ্ন থেকে সমাধানের দিকে নিয়ে যাওয়া কারণ সমাধান থেকে প্রশ্নের দিকে নিয়ে আসা বোকামী ছাড়া আর কিছুই না।
৩. ভারতে একজন ট্রাফিক পুলিশের কন্সটেবল রাষ্ট্রপতি আসবে এই বিষয়টা জানতে পেরে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দিলেন। শুধু একটি রাস্তা উন্মুক্ত রাখলেন যে স্থান দিয়ে রাষ্ট্রপতি সাহেব যাবেন। এমন সময়ে অন্য রুট দিয়ে একটি এম্বুলেন্স সাইরেন বাজিয়ে আসছিলো। এদিকে রাষ্ট্রপতির গাড়ি বহরও চলে আসলো। ঠিক সেই মুহূর্তে ট্রাফিক পুলিশের কন্সটেবল রাষ্ট্রপতির গাড়ি থামিয়ে দিয়ে এম্বুলেন্সকে যাওয়ার সুযোগ করে দিলেন। এম্বুলেন্স যখন চলে গেল তারপর রাষ্ট্রপতির গাড়িবহর ছাড়লেন। তার এই মহানুভবতা দেখে রাষ্ট্রপতি ঢের প্রশংসা করেছিলেন। বিষয়টা দাঁড়ালো, আগে মানবতা তারপর দায়িত্ববোধ। আর আমাদের দেশ হীতে বিপরীত।
৪. আমি একজন সোজা মনের মানুষ। ভালো লাগা খারাপ লাগা এসব আগে-পরে না ভেবেই সরাসরি বলে দিই। এতে কেউ মন খারাপ করলে সেটা তার সমস্যা। আর হ্যাঁ সোজা কথা শুনতে আমি নিজেও পছন্দ করি খুব।
৫. আপনি হজ্জ করতে যান? আপনি মানবতার কাজ করতে যান? দয়া করে নিজের ছবি তুলবেন না আর যদি ছবি তুলেও থাকেন অন্তঃতপক্ষে সেটা জনসম্মুখে প্রকাশ করবেন না। এগুলো লোক দেখানো কাজ বলে বিবেচিত হয় আমার বিশ্বাস। আর মহান সৃষ্টিকর্তা লোক দেখানো কাজ পছন্দ করেন না।
loading...
loading...
চমৎকার কিছু বিষয় নিয়ে অকাট্য সত্য উচ্চারণ । ভালো লাগলো।
loading...
চূর্ণ-বিচূর্ণ ভাবনা বা ছোট ছোট কথামালা'র প্রতি সম্মান জানাই।
শুভ সকাল মি. মাহমুদুর রহমান।
loading...
'আমাদের উচিৎ যে কোন অঙ্ককে প্রশ্ন থেকে সমাধানের দিকে নিয়ে যাওয়া কারণ সমাধান থেকে প্রশ্নের দিকে নিয়ে আসা বোকামী ছাড়া আর কিছুই না।'
একদম সত্য কথা মাহমুদুর রহমান ভাই।
loading...
নিজের ভাবনা গুলোন শেয়ার করলে নিজের কাছেই ভালো লাগে। ধন্যবাদ ভাই।
loading...
খুচরো ভাবনা বিশেষ পড়লাম। ভালোবাসা মাহমুদুর রহমান ভাই।
loading...
ভাবনায় শুভেচ্ছা প্রিয় দা।
loading...
loading...
আলেচিত টপিক্স গুলোন ভাবনার অবকাশ রাখে বৈকি।
loading...
ভালো লাগলো কথামালা।
loading...