খোলাচিঠি তাসলিমা তুবাকে উদ্দেশ্য করে


তাসলিমা তুবা।

তারিখ: বৃহস্পতিবার, ১০ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ।

প্রিয় তাসলিমা তুবা,
কেমন আছো মামনি? আশা করি মহান আল্লাহ তোমাকে বেশ ভালো রেখেছেন তোমার স্বজনদের মাধ্যমে।

আমি জানি তোমার হৃদয়ের মাঝে স্বজন হারানোর বেদনা নেই। থাকবে কি করে,তুমি তো এখনো খুব ছোট্ট, তুবা। তোমার মায়াবী চোখগুলো যখন দেখি এক আকাশ যন্ত্রনায় বিদ্ধ হই, জানো?অশ্রুসিক্ত চোখের পলক পড়তেই গাল ভিজে যায় আমার। বুকে চিরে নেমে আসে হতাশার দাবানল। অজস্র প্রশ্নরা ডানা মেলতে শুরু করে। জানো তুবা, আমার খুব জানতে ইচ্ছে করে, কোন দেশে বাস করি, কি আমার পরিচয়, কি আমার অধিকার?

কিন্তু কেউ এ বিষয়ে মুখ খুলতে চায় না। সবার হৃদয় ছেয়ে আছে বিভীষিকা ঘোর। কারণ পরিস্থিতি। এই শহরে না আছে শান্তি, না আছে তুষ্টি। চারদিকে কেবলই ভোগান্তি। যানজট থেকে শুরু করে সব কিছুতেই ভোগান্তি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ভোগান্তি হচ্ছে মানুষের মূর্খতা। আর এই মূর্খতার দরুন মানুষ মানুষকে জবাই করে, অঙ্গ-প্রত্যঙ্গ কেটে ফেলে,লাঠি-পেটা করে নিরপরাধ মানুষ হত্যা করে। যেমনটা ঘটেছিলো তোমার মায়ের সাথে। একজন মহিলা যে নিজেও মা, যে তোমার মত ছোট্ট একটা তুবারও মা সে তোমার মাকে “ছেলে ধরা/কল্লা কাটা” বলে জনতাকে ক্ষেপিয়ে তোলে এবং জনতা কি নৃশংসভাবে তোমার মাকে হত্যা করে সেটা আর নাইবা বললাম। কিন্তু লক্ষ্য করেছো কি মানুষ একটা বারের জন্যও তোমার মায়ের আসল পরিচয় জানতে চায় নি। তাদের যা বলা হয়, একজনের কাছ থেকে যা শুনেছে তাই বিশ্বাস করেছে। এটা নিঃসন্দেহে একটা মূর্খতা।

তুমি নেপোলিয়ান বোনাপারট সম্পর্কে জানো, সে বলেছিলো, আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব। জানো তুবা, আমাদের দেশে অধিকাংশ মায়েরা আজও অশিক্ষিত, মূর্খ। মূর্খতা তাদের এমনভাবে গ্রাস করে রেখেছে যে, তারা আজও বাড়ি করতে বাড়ির প্রথম স্তম্ভে মুরগী জবাই করে তাতে রক্ত ঢেলে দেয়, কিংবা অনেকে স্বর্ণ গেঁথে দেয়। তারা মনে করে এটা না করলে অশুভ শক্তি এসে তাদের গ্রাস করবে। যেখানে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ ও আমাদের রাসূল (সঃ) এ বিষয়ে কোন কিছুই বলেন নি। অথচ ভন্ড হুজুরদের কথায় অন্ধবিশ্বাস করে এসব কাজগুলো করছে যা মূর্খতার পাশাপাশি ভয়ংকর পাপ। শত শত বছর ধরে তাদের সন্তানসন্ততিরা তাই করে আসছে। এগুলো নিঃসন্দেহে কুসংস্কার। আর তোমার মা এই কুসংস্কারের বিশ্বাসী মূর্খ জনতার হাতে হত্যার শিকার হয়েছে।

যারা তোমার মাকে হত্যা করেছে তাদের হয়তো বিচার হবে না। কারন তোমার মত অনেক তুবা এভাবে মা-বাবা হারিয়েছে। সেই স্বজনহারা তুবাদের এতিমকারী পশুদের বিচার আজও অধরাই থেকে গেছে। মন খারাপ করো না মামনি। এটা আমাদের দেশে স্বাভাবিক। দেশে যখন দেখবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটছে তখন মন খারাপের পরিবর্তে ভেবে নিও, এটা বাংলাদেশ।

তোমার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে। আমি মনে প্রাণে চাই তুমি অনেক বড় মানুষ হও। একজন আদর্শ শিক্ষিকা হবে। তোমার দায়িত্ব থাকবে কেবল মেয়েদের প্রতি। কারন মা কেবল মেয়েরাই হতে পারে কোন ছেলে নয়। তাদের বলে দিও, “ঘর তৈরি করতে, সেতু তৈরি করতে মানুষের মাথা লাগবে কিংবা মোরগের রক্ত লাগবে কিংবা স্বর্ণের চেইন দিতে হবে ইত্যাদি” আমাদের প্রিয় নবী হযরত মুহ’ম্মদ (সঃ) এটা আমাদের শিখান নি। বরং তিনি বলেছেন, তোমরা আমার বিষয়ে বাড়াবাড়ি করো না। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, রাসূল তোমাদের যা দেয় তা গ্রহন করো এবং যা নিষেধ করে তা থেকে দূরে থাকো। কাজেই রাসূলের বিষয়ে বাড়াবাড়ি করা অন্যায়। যারা রাসূলের বিষয়ে বাড়াবাড়ি করবে আল্লাহ তাদের জাহান্নামে নিক্ষেপ করবেন।

তাদের বলে দিও, মহান আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন, “দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পেছনে গীবতকারী”। একজন লোক এসে যদি বলে, ওই লোকটা খারাপ তা যেন বিশ্বাস করে সেই ব্যক্তির ওপর হামলে না পড়ে। কারন অন্যের বিষয়ে খারাপ ধারনা পোষনকারী এবং মানুষের দোষত্রুটি বলে বেড়ানো মানুষদেরকে আল্লাহ পছন্দ করেন না। এবং তাদেরকে নিক্ষেপ করবেন হুতামায়। মামনি, তুমি কি জানো হুতামাহ কি জিনিস?” হুতামাহ হলো, আল্লাহর প্রজ্জ্বলিত আগুন। যা মানুষের হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে”। সুতরাং তুমি তাদের বলে দিও তারা যেন পরনিন্দা না করে, অন্যের বিষয়ে খারাপ ধারনা মনে না সৃষ্টি করে। কারন খারাপ ধারনা থেকেই তো এসব অযাচিত নৃশংস-বর্বর ঘটনাগুলো ঘটে থাকে।

এটাই হলো আমার কথা। তোমার জন্য উপদেশ মনে করে গ্রহন কোরো। আমি তোমার জন্য মনে প্রাণে দোয়া করি মামনি। আল্লাহ তোমাকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করুক। দুনিয়া ও বারযাখ এবং আখিরাতে কামিয়াবি করুক। আমীন।ভালো থেকো, মামনি।

ইতি,
একজন অতি সাধারণ মানুষ
মাহমুদুর রহমান।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৪ টি মন্তব্য (লেখকের ৭টি) | ৭ জন মন্তব্যকারী

  1. শাহাদাত হোসাইন : ২৫-০৭-২০১৯ | ২:৫৪ |

    বেদনাদায়ক চিরকুট, তুবাকে সম্মোধন করে লিখা চিরকুটে আজকের বাংলাদেশকে তুলে ধরেছেন। 

    GD Star Rating
    loading...
    • মাহমুদুর রহমান : ২৬-০৭-২০১৯ | ১৪:৪৬ |

      বিশ্বজুড়ে আজ বাংলাদেশ যেন এক আতঙ্কের নাম। 

      GD Star Rating
      loading...
  2. নিতাই বাবু : ২৫-০৭-২০১৯ | ৩:০৩ |

    এই হত্যাকাণ্ডের দায়ভার কে নিবে জানা নেই। তবে ছোট্টো মেয়ে তুবার জন্য ভীষণ কষ্ট হচ্ছে।  

    GD Star Rating
    loading...
    • মাহমুদুর রহমান : ২৬-০৭-২০১৯ | ১৪:৪৮ |

      একজন বিবেকবান মানুষ হিসেবে দুঃখিত না হয়ে থাকার কোন উপায় কি আছে বলুন! 

      GD Star Rating
      loading...
  3. মুরুব্বী : ২৫-০৭-২০১৯ | ৯:০১ |

    মনটা আর্দ্র হয়ে উঠলো। চিঠির মমতা আমাদের স্মরণে থাক।

    GD Star Rating
    loading...
  4. সুমন আহমেদ : ২৫-০৭-২০১৯ | ৯:১৬ |

    যারা তোমার মাকে হত্যা করেছে তাদের হয়তো বিচার হবে না। কারন তোমার মত অনেক তুবা এভাবে মা-বাবা হারিয়েছে। বুকটা ভার হয়ে এলো মাহমুদুর রহমান ভাই। Frown

    GD Star Rating
    loading...
    • মাহমুদুর রহমান : ২৬-০৭-২০১৯ | ১৪:৫৪ |

      জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না। 

      GD Star Rating
      loading...
  5. সাজিয়া আফরিন : ২৫-০৭-২০১৯ | ২০:১২ |

    সুমহান আল্লাহতাআলা মেয়েটিকে ভালো রাখুন। 

    GD Star Rating
    loading...
  6. সৌমিত্র চক্রবর্তী : ২৫-০৭-২০১৯ | ২০:২২ |

    শিশুটির জন্য ভীষণ মায়া হলো। বীভৎস ঘটনার নাগপাশে দেশ এখন বন্দী। Frown

    GD Star Rating
    loading...
    • মাহমুদুর রহমান : ২৬-০৭-২০১৯ | ১৪:৫৯ |

      কবে যে দেশে ফিনিক ফোটা জোছনা আসবে,
      শ্রাবন মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে!

      অনমনে ভেবে যাই নিরন্তর। 

      GD Star Rating
      loading...
  7. রিয়া রিয়া : ২৫-০৭-২০১৯ | ২১:০২ |

    জীবনে অনেক অনেক বড় হোক তাসলিমা তুবা। প্রার্থনা করি। 

    GD Star Rating
    loading...