শীতের স্নিগ্ধতায় শীতের সকাল …শীতে কাঁপে অজয়ের চর শীতের চাদরে ঢাকা আমার ...

বিভাগ – কবিতা (স্ব-রচিত)
 শিরোনাম – শীতের সকাল
 কলমে – কবি লক্ষ্মণ ভাণ্ডারী
 তারিখ – ২২.০১.২০২২

শীতের স্নিগ্ধতায় শীতের সকাল …শীতে কাঁপে অজয়ের চর
শীতের চাদরে ঢাকা আমার কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শীতের সকালে যখন ঘন কুয়াশায় সবকিছু ঢেকে যায় তখন প্রকৃতিকে অপূর্ব সুন্দর মনে হয়। … কুয়াশার চাদর সরিয়ে সূর্য যখন উঁকি দেয় তখন স্নিগ্ধ আলোয় ঝলমল করে কুয়াশায় ভেজা প্রকৃতি। খুব অপরূপ লাগে কুয়াশা ঝরা শীতের সকাল।

2

শীতের সকালে কাঁপে অজয়ের চর,
নদীচরে শোভা দেয় সোনা রবি কর।
কুয়াশায় মুখ ঢাকা শীতের সকাল,
রাখাল চলিছে গোঠে নিয়ে গরুপাল।

উত্তরে হাওয়া বয় এলো আজি শীত,
নীড়ে নীড়ে পাখিসব গাহিতেছে গীত।
কাঁখেতে কলসী লয়ে গাঁয়ের বধূরা,
জল নিতে আসে সবে রাঙাশাড়ি পরা।

শীতের সকালে দেখি কাঁপে শালবন,
বনটিয়া শিস দেয় ভরে উঠে মন।
মহুলের বনে বনে পড়ে যায় সাড়া,
শীতের সকালে জাগে আদিবাসী পাড়া।

শাল পিয়ালের বনে পাখি ঝাপটায়,
আদিবাসী রমণীরা নাচে আর গায়।
মহুয়া নেশায় মত্ত আদিবাসীগণ,
শীতের সকাল কাব্য লিখিল লক্ষ্মণ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
শীতের স্নিগ্ধতায় শীতের সকাল …শীতে কাঁপে অজয়ের চর শীতের চাদরে ঢাকা আমার কবিতা (প্রথম পর্ব), 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২২-০১-২০২২ | ২১:৪৬ |

    একদম ০৬ মাস পর আপনার লিখা আবার দেখতে পেলাম শব্দনীড়ের পাতায়। Smile সুস্বাগতম প্রিয় কবি কবি লক্ষ্মণ ভাণ্ডারী। "মহুয়া নেশায় মত্ত আদিবাসীগণ,
    শীতের সকাল কাব্য লিখিল লক্ষ্মণ।"
    ___ প্রত্যাশা থাকবে আবারও আপনার শাব্দিক পদচারণায় মুখরিত হবে সকলের প্রিয় শব্দনীড়ের মেলা। নিয়মিত থাকুন পাশে। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...