এসো হে শুভ নববর্ষ-১৪২৮ ... আনো সুখ শান্তি ও সমৃদ্ধি নতুন বছরের নতুন...

এসো হে শুভ নববর্ষ-১৪২৮ …. আনো সুখ শান্তি ও সমৃদ্ধি
নতুন বছরের নতুন কবিতা (তৃতীয় পর্ব)

কলমে – কবি লক্ষ্মণ ভাণ্ডারী

2

নববর্ষ এলো ভাই সকলেই খুশি তাই
নতুন প্রভাত দেয় আলো,
আজি তরুর শাখায় পাখি সব গান গায়
নতুন প্রভাত লাগে ভালো।

রাঙাপথে গরুগাড়ি নদীঘাটে দেয় পাড়ি
এল আজি নতুর বছর,
ফুটিল কুসুম কলি ধেয়ে আসে যত অলি
গুঞ্জরণ করে নিরন্তর।

অজয়ের নদীচরে শালিকেরা খেলা করে
কুলু কুলু নদী বয়ে চলে,
অজয়ের নদীজল স্নিগ্ধ আর সুশীতল
ঘাট ভরে যাত্রী কোলাহলে।

কূলবধু নদী হতে জল নিয়ে রাঙাপথে
আসে ফিরে আপনার ঘরে,
শঙ্খচিল উড়ে যায় নীল আকাশের গায়
সব কিছু ভালো নতুন বছরে।

নতুন বছর আজি সকলেই এলো সাজি
করিতে শুভ নববর্ষ বরণ,
হৃদয়ে পুলক জাগে দেহে মনে রং লাগে
কবিতায় লিখে শ্রীলক্ষ্মণ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৭-০৪-২০২১ | ২০:০৫ |

    নববর্ষ এলো ভাই সকলেই খুশি তাই
    নতুন প্রভাত দেয় আলো,
    আজি তরুর শাখায় পাখি সব গান গায়
    নতুন প্রভাত লাগে ভালো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...