মহাশক্তির আরাধনা ...দেবীর বন্দনা -১৪২৭ শ্রী শ্রী মহানবমী পূজা...

মহাশক্তির আরাধনা ……দেবীর বন্দনা -১৪২৭
শ্রী শ্রী মহানবমী পূজার কবিতা (পঞ্চম পর্ব)

কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

10

মহাশক্তি আরাধনা বিখ্যাত জগতে,
মহা নবমীর পূজা হয় বিধিমতে।
ঢাক বাজে শাঁখ বাজে বাজিছে কাঁসর,
পূজার আনন্দে মাতে বিশ্ব চরাচর।

প্রজ্বলিত ধূপ দীপ বরণের ডালা,
সুমিষ্টান্ন ফলমূল প্রসাদের থালা।
মন্ত্রপাঠ হোমযজ্ঞ অঞ্জলি প্রদান,
সবশেষে যূপকাষ্ঠে ছাগ বলিদান।

বলিহারী দুর্গাপূজা পশু রক্তে পূজা,
জীবের দূর্দশা হেরি কাঁদে দশভূজা।
করোনা আবহে হেথা অসুস্থ পৃথিবী,
তবু শত ছাগ হত্যা, নৃশংস ছবি।

নর করে জীবহত্যা হাসে অন্তর্যামী,
বন্ধ কর জীব হত্যা কহিলাম আমি,
বলি অন্তে নবমীর পূজা সমাপন,
নবমীর কাব্যে কবি লিখেন লক্ষ্মণ।

…………………………

নবমী তিথি আরম্ভ:
বাংলা তারিখ– ৭ কার্তিক, ১৪২৭, শনিবার।
ইংরেজি তারিখ– ২৪/১০/২০২০
সময় – সকাল ১১টা ২২ মিনিট ৩০ সেকেন্ড থেকে।

নবমী তিথি শেষ:
বাংলা তারিখ–৮কার্তিক, ১৪২৭, রবিবার।
ইংরেজি তারিখ– ২৫/১০/২০২০
সময় – সকাল ১১টা ১১ মিনিট ০৪ সেকেন্ড পর্যন্ত।

পূর্বাহ্ন সকাল ৯টা ৭ মিনিট ২৯ সেকেন্ড মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা। সকাল ৯টা ৭ মিনিট ২৯ সেকেন্ড মধ্যে বীরাষ্টমীব্রত ও মহাষ্টমীব্রতের পারণ।

মনে রাখবেন :
– ২৫ জন এর বেশী লোক জমায়েত হতে পারবে না।
– সর্দি কাশি বা জ্বর থাকলে অনুষ্ঠানে যোগদান নিষেধ।
– ১.৫ মিটার সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
– মাস্ক পরা বাধ্যতামূলক।
– স্যানিটাইজ করতে হবে।
নিয়ম না মানলে কড়া শাস্তির ভয়। এ দিকে দুর্গাপুজোর অঙ্গ, যেমন শাঁখ বাজানো, উলু দেওয়া- সে সব মাস্ক পরে সম্ভব নয়। তাছাড়া মেলামেশাও তো পুজোর খুব গুরুত্বপূর্ণ একটি দিক। সেটাও এই পরিস্থিতিতে সম্ভব নয়। এত সব মেনে কি আর আনন্দ করা সম্ভব!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৬-১০-২০২০ | ৭:৪৩ |

    নর করে জীবহত্যা হাসে অন্তর্যামী,
    বন্ধ কর জীব হত্যা কহিলাম আমি,
    বলি অন্তে নবমীর পূজা সমাপন,
    নবমীর কাব্যে কবি লিখেন লক্ষ্মণ।

    সুন্দর হোক জীবনের প্রতিটি সময়। শুভেচ্ছা প্রিয় কবি।

    GD Star Rating
    loading...