শিউলি ঝরানো সকালে শরতের কবিতা
শারদ সংকলন-১৪২৭ সপ্তম পর্ব
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শিউলি ঝরানো শারদ সকালে
ফুল ফুটে বাগিচায়,
আকাশে বাতাসে সুগন্ধ সুবাসে
পাখি সব গীত গায়।
বিকশিত শত শতদল যত
সরোবরে শোভা দেয়,
ফুটিল কমল আসে অলি দল
ফুলে ফুলে মধু নেয়।
কমল কাননে মধু আহরণে
মত্ত হয় মধুকর,
শালুক ফুটিল পাপড়ি মেলিল
শোভা অতি মনোহর।
বরষার শেষে শারদ দিবসে
উদিল তপন পূবে,
দিবসের শেষে ম্লান হাসি হেসে
পশ্চিমের পানে ডুবে।
সকাল ও সাঁঝে ঢাক ঢোল বাজে
পুলকে হৃদয় নাচে,
পুজোর সানাই শুনিবারে পাই
পুজো এসে গেল কাছে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কমল কাননে মধু আহরণে
মত্ত হয় মধুকর,
শালুক ফুটিল পাপড়ি মেলিল
শোভা অতি মনোহর।
loading...
দারুন লিখেছেন প্রিয় কবি
বিকশিত শত শতদল যত

সরোবরে শোভা দেয়,
ফুটিল কমল আসে অলি দল
ফুলে ফুলে মধু নেয়।
loading...