শিউলি ঝরানো সকালে শরতের কবিতা শারদ সংকলন-১৪২৭ পঞ্চম পর্ব

শিউলি ঝরানো সকালে শরতের কবিতা
শারদ সংকলন-১৪২৭ পঞ্চম পর্ব

কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শরতে সবুজ খেতে মেঠো পথে যেতে যেতে
মৃদু মন্দ সমীরণ বয়।
শরতের রং লাগে গাছে গাছে পাখি জাগে
পুলকিত সবার হৃদয়।

আমলকী বনে বনে যেন কাঁপে ঘনে ঘনে
জলাশয়ে ফুটেছে শালুক,
শিউলিরা পড়ে ঝরে সূর্যোদয় হলে পরে
হতাশায় ফেটে যায় বুক।

মাধবী মালতী লতা সুনীলা অপরাজিতা
একসাথে হাসে আঙিনায়,
বেলি ফুল জুঁই ফুল ফুটে টগর বকুল
চারিভিতে সুগন্ধ ছড়ায়।

অজয়ের নদীধারে কাশফুল সারে সারে
অপরূপ শোভা মনোহর,
জেলে ডিঙি বেয়ে চলে মাছ ধরে নদীজলে
বেলা হলে ফেরে নিজঘর।

শুনি আমি আনমনে শাল পিয়ালের বনে,
বাজে মাদল বাঁশির সুরে,
দিন যায় সন্ধ্যা আসে তারা ফুটে নীলাকাশে
শরতের চাঁদ উঠে দূরে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৩-১০-২০২০ | ২১:১০ |

    শরতে সবুজ খেতে মেঠো পথে যেতে যেতে
    মৃদু মন্দ সমীরণ বয়।
    শরতের রং লাগে গাছে গাছে পাখি জাগে
    পুলকিত সবার হৃদয়। Yes

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ০৪-১০-২০২০ | ২১:২৪ |

    পাঠক মন্তব্যের উত্তর না থাকলে পোস্ট পড়ার আনন্দটাই হারিয়ে যায়। Smile ভাল লিখেছেন কবি দা।

    GD Star Rating
    loading...
  3. নিতাই বাবু : ০৫-১০-২০২০ | ১২:৩২ |

    শরতের নিরন্তর শুভেচ্ছা জানবে দাদা।          

    GD Star Rating
    loading...