শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা
আগমনী গীতি কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শরতের মেঘমালা গগনে ভাসিয়ে ভেলা
পুঞ্জে পুঞ্জে ভেসে ভেসে চলে,
পূবের গগনে রবি আঁকে রাঙা জলছবি
সোনা রোদ ঝরে ধরাতলে।
ফুলবনে ফুল ফোটে গরুপাল চরে গোঠে
রাখালের বাঁশি বাজে দূরে,
গাঁয়ের মন্দির মাঝে ঢাক বাজে কাঁসি বাজে
আগমনী গীত বাজে সুরে।
সবুজ ধানের খেতে মেঠো পথে যেতে যেতে
তরুশাখে পাখি সব গায়,
সরোবরে প্রস্ফুটিত শালুক, কমল কত
জলে অপরূপ শোভা পায়।
শরতের আগমনে কেয়াফুল ফুটে বনে
ফুটেছে টগর জুঁই ফুল,
শিউলিরা পড়ে ঝরে মোর আঙিনার পরে
ফুটে আছে চামেলি বকুল।
অজয়ের দুইপারে কাশফুল ধারে ধারে
দূরে শাল পিয়ালের বন,
মাদল বাজায় কারা প্রাণ মন দিশেহারা
শরতের হয় আগমন।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অজয়ের দুইপারে কাশফুল ধারে ধারে
দূরে শাল পিয়ালের বন,
মাদল বাজায় কারা প্রাণ মন দিশেহারা
শরতের হয় আগমন।
loading...
আগাম শারদীয় শুভেচ্ছা রইলো শ্রদ্ধেয় কবি দাদা।
loading...
শিউলিরা পড়ে ঝরে মোর আঙিনার পরে
ফুটে আছে চামেলি বকুল।
সুন্দর কথা মালা। নমস্কার কবি দা।
loading...