স্বাধীন ভারত স্বদেশের গান (গীতি কবিতা) দ্বিতীয় পর্ব

পরাধীন ভারতবাসীর স্বাধীনতার স্বপ্ন
স্বাধীনতার সংগ্রাম…… স্বাধীন ভারত

তথ্যসংগ্রহ ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

১০০ বছর ইষ্ট ইন্ডিয়া কোম্পানী কর্তৃক শোষনঃ
১৭৬৫ সালের ১লা অগাষ্ট লর্ড ক্লাইভ দিল্লির বাদশাহ শাহ আলমের কাছ থেকে বাংলা-বিহার-ওড়িশার দেওয়ানি লাভ করেন। বিহার-ওড়িশার প্রকৃত শাসন ক্ষমতা লাভ করে, নবাবের নামে মাত্র অস্তিত্ব থাকে। ফলে পূর্ব ভারতের এই অঞ্চলে যে শাসন-ব্যবস্থা চালু হয় তা দ্বৈত শাসন নামে পরিচিত। নবাবের হাতে থাকে প্রশাসনিক দায়িত্ব, আর রাজস্ব আদায় ও ব্যয়ের পূর্ণ কর্তৃত্ব পায় কোম্পানি। এতে বাংলার নবাব আসলে ক্ষমতাহীন হয়ে পড়ে আর এই সুযোগে কোম্পানির লোকেরা খাজনা আদায়ের নামে অবাধ লুণ্ঠন ও অত্যাচার শুরু করে দেয়। মূলতঃ ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল এই প্রায় ১০০ বছর ইষ্টইন্ডিয়া কোম্পানীর হাতে ভারতবর্ষের শাসনভার থাকে।

৯০ বছরের ব্রিটিশ ভারত ঔপনিবেশিক শোষনঃ
এরপর ১৮৫৮ সালে ভারতের শাসনভার ব্রিটিশ ইস্ট ইণ্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ রাজশক্তির হাতে স্থানান্তরিত হন। রাণী ভিক্টোরিয়া নিজ হাতে ভারতের শাসনভার তুলে নেন। এর সঙ্গে সঙ্গে ভারতে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভারতীয় সরকার প্রতিষ্ঠিত হয়।

ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধঃ
প্রায় এই ১৯০ বছর এই ভারত ভুখণ্ডের মানুষরা বিভিন্ন ভাবে প্রতিবাদ করেছে ইংরেজদের বিরুদ্ধে। আর তাই ১৮৫৭ সালে ভারতে প্রথম স্বাধীনতার আন্দোলন হয়। কিন্তু বর্বর ইংরেজদের ভাষায় ওটা ছিল “সিপাহী বিদ্রোহ”।

ইংরেজ সেনাবাহিনীর অন্তর্গত ভারতীয় সিপাহীরা ইংরেজ শাসনের বিরুদ্ধে এই বিদ্রোহে মূল ভূমিকা পালন করে। ইংরেজ সরকার এই বিদ্রোহ কঠোর হস্তে দমন করলেও এর মাধ্যমে ভারতে স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়।

স্বদেশের গান (গীতি কবিতা) দ্বিতীয় পর্ব
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

দারুণ আঘাতে পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করো
বিদেশীদের শাসন হতে নিজেদের মুক্ত করো
পরাধীন জাতি ভারত-সন্তান সবাই অস্ত্র ধরো

নাহি ভয় নাহি ভয়,
আমরা করবো জয়।

সংগ্রাম … ! সংগ্রাম … !
……………….আমাদের সংগ্রাম চলবে।

পরাধীন ভারতবাসী শেষ কথা বলবে।
দিন আগত। সেদিন একদিন আসবে।

দিনকে করেছে যারা অমানিশার রাত।
চিনে নাও ওদের ওরা বিদেশীর জাত।
ওরাই করে হিন্দু-মুসলমান জাত-পাত।

হিন্দু-মুসলমান সকলেই ভাই ভাই,
সেই ভাই-ভাইয়ে কোন ভেদ নাই,
জাতির বিচার তাই করো না সবাই,

হবে জয় …নাহি ভয়,
করো প্রতিজ্ঞা দুর্জয়,

সংগ্রাম … ! সংগ্রাম … !
……………….আমাদের সংগ্রাম চলবে।

পরাধীন ভারতবাসী শেষ কথা বলবে।
দিন আগত। সেদিন একদিন আসবে।

বিদেশীদের দেশ থেকে করবো নিপাত।
মুসলমান ও হিন্দু এসো বন্ধু ধরো হাত।
মিলিত আক্রমনে ওরা হোক কুপোকাত্

তুমি মুসলিম আমি হিন্দু
ঢেলে দেব শেষ রক্তবিন্দু

সংগ্রাম … ! সংগ্রাম … !
……………….আমাদের সংগ্রাম চলবে।

পরাধীন ভারতবাসী শেষ কথা বলবে।
দিন আগত। সেদিন একদিন আসবে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৫-০৮-২০২০ | ১৯:০২ |

    পরাধীন ভারতবাসী শেষ কথা বলবে।
    দিন আগত। সেদিন একদিন আসবে।

    নিশ্চয়ই সেদিন আসবে। অমিয় সুখ সাধনায় তৃপ্ত থাক আমার প্রতিবেশী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. সাইদুর রহমান১ : ০৬-০৮-২০২০ | ১৬:৪১ |

    স্বাধীনতা আসবেই।

    GD Star Rating
    loading...