আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি
গাঁ আমার মাটি আমার (দশম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের মাটিতে ফলে সোনার ফসল,
গাছেগাছে ধরে কত ফুল আর ফল।
রাঙাপথে সারি সারি তাল ও সুপারি,
পাশে তার আমবন শোভা দেয় ভারি।
ছোট দিঘি জলে তার হাঁসগুলি ভাসে,
পানকৌড়ি প্রতিদিন ডুব দিতে আসে।
জল নিতে আসে বধূ রাঙাপথ ধরে,
কলসীতে জল নিয়ে চলে বধূ ঘরে।
গাঁয়ে আছে ছোট নদী নামটি অজয়,
কুলু কুলু রবে সদা দিবা নিশি বয়।
দুইকূলে ছোট গ্রাম অজয়ের পারে,
শাল পিয়ালের বন হেরি দুই ধারে।
সুখশান্তি ভালবাসা আছে এই গাঁয়ে,
আমাদের ছোট গ্রাম রাঙাপথ বাঁয়ে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বর্ষা দিনের শুভেচ্ছা কবি লক্ষ্মণ ভাণ্ডারী।
loading...
গাঁয়ের ভালবাসা সবসময় থাকে কবি দা
অনেক শুভেচ্ছা রইল
loading...
এই সিরিজটির পাঠক হিসেবে আছি। চলুক।
loading...