আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি
গাঁ আমার মাটি আমার (চতুর্থ পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের পথে সকাল হতে
রোজ চলে গোরুগাড়ি,
রাঙা মাটির পথ গিয়েছে
নদী মাঠ ঘাট ছাড়ি।
সবুজ ছায়ে আমার গাঁয়ে
আছে ছোট কুঁড়েঘর,
গাঁয়ের পাশে ঐ দেখা যায়
অজয় নদীর চর।
কাজল দিঘি দুই পাড়েতে
তালগাছ সারি সারি,
রাঙা পথের গাছের সারি
খেজুর আর সুপারি।
বিকাল হলে গাঁয়ের মাঠে
ছেলেরা সবাই খেলে,
অরুণ রবি পশ্চিম পানে
লাল হয়ে পড়ে ঢলে।
আঁধার নামে সাঁঝের বেলা
আমাদের এই গাঁয়ে,
মন্দিরে বাজে কাঁসর ঘণ্টা
গাজন তলার বাঁয়ে।
গাঁয়ের মাটি সুখের ঘাঁটি
আমার সাধের গ্রাম,
গাঁয়ের মাটি মা যে আমার
মাকে জানাই প্রণাম।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সৃষ্টিশীল অভিব্যক্তি। পড়ে অভিভূত হলাম।
loading...
নিয়মিত যারা লিখছেন; তাদের পারস্পরিক সৌহার্দ্য সহ মন্তব্য এবং প্রতি-মন্তব্যে সামাজিক এই ব্লগিং মাধ্যম হোক আনন্দের এবং আগ্রহের। শুভ ব্লগিং কবি লক্ষ্মণ ভাণ্ডারী।
loading...
অসাধারণ। আপনার ছড়াগুলি হৃদয় জয় করা। দারুণ।
loading...