গাঁ আমার মা মাটি আমার ভালবাসা আমার গাঁয়ের কবিতা (নবম পর্ব)

গাঁ আমার মা মাটি আমার ভালবাসা
আমার গাঁয়ের কবিতা (নবম পর্ব)

কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

আমার ছোট গাঁয়ের সীমানায়,
পাড়ার ছেলে রোজই খেলে শীতল তরুর ছায়।

আমার গাঁয়ে রাঙা মাটির পথে,
গোরুর গাড়ি চলে সারি সারি সেই সকাল হতে।

আমার গাঁয়ে অজয় নদীর বাঁকে,
নদীর চরে খেলা করে শালিকেরা ঝাঁকে ঝাঁকে।

আমার গাঁয়ে বধূরা কলসী কাঁখে,
জল নিয়ে চলে নিজঘরে গাছে গাছে পাখি ডাকে।

আমার গাঁয়ে বিকাল হলে পরে,
পশ্চিমের পানে সূর্যি ডোবে অজয় নদীর চরে।

আমার গাঁয়ে সাঁঝের বেলা হলে,
মন্দিরে বাজে কাঁসরঘণ্টা ঘরে ঘরে দীপ জ্বলে।

আমার গাঁয়ে কাজল দিঘির ধারে,
আঁধার হলে জোনাকি জ্বলে নিমগাছে সারে সারে।

রাতের আকাশে চাঁদ ওঠে দূরে,
পথের বাঁকে শেয়াল ডাকে রাতে হুক্কা হুয়া সুরে।

এই গাঁয়েতে রাত কাটে ভোর হয়,
প্রভাত পাখি উঠলো ডাকি পূবে নতুন সূর্যোদয়।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. গোলাম কিবরিয়া সৌখিন : ১৯-০৬-২০২০ | ২৩:১১ |

    চমৎকার প্রকাশ ,ভালোবাসা জানবেন কবি।     

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ২০-০৬-২০২০ | ২:১১ |

    Excellent 

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ২০-০৬-২০২০ | ৯:৩৭ |

    ছন্দমিলের লিখাকে আমি সব সময়ই অসামান্য দৃষ্টিতে দেখি। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...