আমার কবিতা আমার গাঁ (দ্বিতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
ছোটগাঁয়ে আছে ছোট মাটির কুটির,
গ্রাম সীমানায় দূরে অজয়ের তীর।
সাদাপাল তুলে মাঝি ছোট ডিঙি বায়,
সারাদিন ডিঙি বেয়ে সাঁঝে ঘরে যায়।
বাড়ির বেড়ার পাশে ছোট দিঘি আছে,
ওই পারে রাঙা পথ তালবন কাছে।
সেই পথ এসে মিশে অজয়ের ঘাটে,
পথিকেরা দলে দলে রাঙাপথে হাঁটে।
মাটির পাঁচিল ঘেরা মোর আঙিনায়,
ময়না চড়ুই আসে, খুঁটে ধান খায়।
মাটির পাঁচিলে বসে দুটি কাল কাক,
সারাদিন বাড়িময় করে হাঁক ডাক।
ছোট গাঁয়ে আমাদের সবাই আপন,
গাঁয়ের কবিতা লিখে শ্রীমান লক্ষ্মণ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
পদ্য কথার সাথে আজকের এই প্রচ্ছদটি দারুণ হয়েছে। অভিনন্দন কবি মি. ভাণ্ডারী।
loading...
সুন্দর মন্তব্যে আপ্লুত হলাম।
সাথে থাকুন- এটা প্রত্যাশা করি।
জয়গুরু!
loading...
মনোরম লেখা।
loading...
সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম।
সাথে থাকুন- এটা প্রত্যাশা করি।
জয়গুরু!
loading...
অতি মনোহর।

loading...