সূর্য গ্রহণ (বিবিধ কবিতা)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
বর্ষশেষে আজি শেষ সূর্যের গ্রহণ,
ভারতে আংশিক দৃশ্য কহে সর্বজন।
গ্রহণ চলাকালীন না কর আহার,
বিজ্ঞানসম্মত যাহা কহিলাম সার।
চন্দ্র যবে পৃথিবী ও সূর্য মধ্যস্থানে
ভ্রাম্যমান গতিপথে এক অবস্থানে।
তখন গ্রহণ হয় কহয়ে বিজ্ঞান,
বিশ্বমাঝে ভিন্ন ভিন্ন স্থানে দৃশ্যমান।
বর্ষমধ্যে দুইবার সূর্যের গ্রহণ,
চন্দ্রগ্রহণ তেমতি কহে বিজ্ঞজন।
গ্রহণ পশ্চাতে যেবা গঙ্গাস্নান করে,
রোগমুক্ত সেইজন চিরদিন তরে।
চন্দ্র ও সূর্য-গ্রহণ কহেন লক্ষ্মণ,
গ্রহণের সারকথা শুনে সর্বজন।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অভিনন্দন কবি মি. লক্ষ্মণ ভাণ্ডারী।
loading...