ক্রিসমাস বড়দিন
ধর্মীয় কবিতা।
ক্রিসমাস বড়দিন এলো আজ ভাই,
ঘণ্টা ধ্বনি শুনি তাই গীর্জায় গীর্জায়।
শিশু বৃদ্ধ যুবা সব আসে দলে দলে,
যীশুর প্রার্থনা করে খ্রিষ্টান সকলে।
ক্রিসমাস বৃক্ষ এক রাখি সযতনে,
সুশোভিত ফুলমালা গীর্জার প্রাঙ্গণে।
মহা ধুমধাম আজি গীর্জা অভ্যন্তরে,
আনন্দেতে নাচে গায় উপভোগ করে।
বাইবেলে আছে লেখা মিথ্যা কভু নয়,
যীশুর পুনরুত্থান শাস্ত্রে লেখা হয়।
সবাকার পাপভার নিজ স্কন্ধে লয়ে,
ত্যজিলেন প্রাণ যীশু ক্রুশে বিদ্ধ হয়ে।
ফিরে এসো এসো প্রভু হে যীশু আমার!
এক বর্ষ তরে পুনঃ প্রতীক্ষা আবার।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অতি মনোরম ।
loading...
সবাকার পাপভার নিজ স্কন্ধে লয়ে,
ত্যজিলেন প্রাণ যীশু ক্রুশে বিদ্ধ হয়ে।
loading...