শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই নবম পর্ব শীতের কবিতা-৯

শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই
নবম পর্ব শীতের কবিতা-৯

কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

নদীর ধারে পথের বাঁকে
শাল পিয়াল বনের ফাঁকে
সূর্য যখন ওঠে আকাশ চিরে,

ঘন কুয়াশায় মুখ ঢেকে,
রোদ উঠেছে এঁকে বেঁকে,
দূরে ওই অজয় নদীর তীরে।

তাল খেজুরের সারি সারি,
ছুটছে জোরে গরুর গাড়ি
মেঠো পথে চলছে পথিক একা।

আজ মঙ্গলবারের হাটে,
সবাই চলে নদীর ঘাটে,
হাটের মাঝে হবে সবার দেখা।

কুমোর আনে মাটির হাঁড়ি,
তাঁতীরা আনে গামছা শাড়ি,
মাথায় বোঝা হাটুরে সব চলে।

হাট বসেছে মঙ্গলবারে,
অজয় ঘাটে নদীর ধারে
ঘাট ভরে চিত্কার কোলাহলে।

নদীর ঘাটে বিকেল হলে,
হাটুরেরা সব ঘরে চলে,
ভাঙা হাট কাঁপে ঠাণ্ডা হাওয়ায়,

সাঁঝের বেলা আঁধার রাতে,
থাকে না কেউ নদীর ঘাটে,
অজয় নদী একেলা বয়ে যায়।

দারুণ শীত এলো জাঁকিয়ে,
সারা শরীর দিল কাঁপিয়ে,
শীতে ভাই চাই কাঠের আগুন।

শীতে বয় হিমেল হাওয়া,
রাতে মানা বাইরে যাওয়া,
জানালা দুটো বন্ধ করে রাখুন।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ১টি) | ২ জন মন্তব্যকারী

  1. ছন্দ হিন্দোল : ২৫-১২-২০১৯ | ৯:০০ |

     ৬৫ সালের  এক হাটের  কথা মনে পড়ে গেল  ঠিক  এমনটা  ছিল  হাটের  দিন । আজ এত দিন পর মনে হয় সেই দিন খুজে  পেলাম কবি শুভকামনা নিরবধি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ২৫-১২-২০১৯ | ২০:০৮ |

      শীতের সকালে হাট।

      অজয় নদীর পাড়ে।

      মন্তব্য মুগ্ধকর। শুভেচ্ছা জানাই।

      জয়গুরু।

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ২৯-১২-২০১৯ | ১২:৩৭ |

     তারপরও শীত দিনের শুভেচ্ছা কবি মি. ভাণ্ডারী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...