গাঁয়ে আছে স্নেহছায়া ……..আছে মায়া
আমার গাঁয়ের কবিতা-৩ (তৃতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
প্রভাতবেলা আমার গাঁয়ে
তপন যখন উঠে,
ফুলের বনে ফুলের কলি
একে একে সব ফুটে।
মাটির ঘরে পাঁচিল পরে
ময়না চড়ুই বসে,
কুয়োতলায় নিম গাছের
পাতা পড়ে খসে খসে।
দিঘির জলে মরাল চলে
মরালীরা পাছে ধায়,
দক্ষিণ পাড়ে আমের গাছে
বসন্তে কোকিল গায়।
আমার গাঁয়ে তরুর ছায়ে
রাখাল বাজায় বাঁশি,
আমার গাঁয়ে পথের বাঁয়ে
মাঠে চাষ করে চাষী।
নদীর ঘাটে সাঁতার কাটে
দুপুরে ছেলের দল,
বিকাল হলে পল্লীবধূরা
নদী থেকে আনে জল।
সাঁঝের বেলা আঁধার নামে
আমার গাঁয়ের পথে,
বেজে ওঠে সাঁঝের সানাই
নাহি জানি কোথা হতে।
রাত্তির বেলা জোছনা ঝরে
আমার মাটির ঘরে,
পথের বাঁকে শেয়াল হাঁকে
কভু কাঁদে সুর করে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সুন্দর গুছিয়ে পরিবেশন করেছেন লিখাটিকে। অভিনন্দন কবি মি. ভাণ্ডারী। শুভ সকাল।
loading...
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
loading...
গাঁয়ে আছে স্নেহছায়া ……..আছে মায়া আমার গাঁয়ের। বেশ কবি দা।
loading...
সুন্দর মন্তব্যে মুগ্ধ প্রিয়কবি।
শুভকামনা রইলো। জয়গুরু!
loading...
সরল সুন্দর।
loading...
সুন্দর মন্তব্যে মুগ্ধ প্রিয়কবি।
শুভকামনা রইলো। জয়গুরু!
loading...
ভালোবাসায় মোড়া থাকা বিশ্ব সংসার।
loading...
সুন্দর মন্তব্যে মুগ্ধ প্রিয়কবি। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা
আর ভালবাসা রইলো। জয়গুরু!
loading...
ফাইভ স্টার রেটিং দিলাম কবি দা।
loading...