শারদ অর্ঘ- ১৪২৬ কবিতা সংকলন দশম পর্ব- আগমনী কাব্য-১০

শারদ অর্ঘ- ১৪২৬ কবিতা সংকলন
দশম পর্ব- আগমনী কাব্য-১০

কবি-লক্ষ্মণ ভাণ্ডারী

বাংলায় ভাদ্র ও আশ্বিন এই দুই মাস শরৎকাল। শরতে মৃদু হাওয়ায় শুভ্র কাশবন দেখলে মনে হয় যেন প্রকৃতির তার অপরূপ সাদা কেশ নাড়ছে। এভাবেই বর্ণিল অনুপম সৌন্দর্য নিয়ে ঋতুর রানী শরতের আগমন ঘটে। কাশফুল ফোটে শরতের শুরুতেই। তবে শরৎকালের প্রকৃতি কাশফুলের মতোই কোমল মোলায়েম। শরতে বাতাস শান্ত-সুধীর। শরতের রঙ-রূপ স্নিগ্ধতায় মুগ্ধতায় অপরূপা। শরতের আকাশ উদ্দাম ও উদার। এই শরতে শারদীয় উদযাপন যেন উৎসবমুখরতার প্রস্তুতি নিয়ে আসছে। শরৎ এসেছে মেঘের কোলে ভেসে। শরতের মোহন রূপে ভুলেছিলেন রবীন্দ্রনাথ। প্রভাতের শুকতারাকে শরতের শিউলির সঙ্গে তুলনা করেছেন রবীন্দ্রনাথ। শরতের স্নিগ্ধতায় বিমোহিত হয়ে রবীন্দ্রাথ ঠাকুর লিখেছেন-

মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি।
আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি।
কী করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই,
কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের জুটি…..

শিউলি ফুল যেন শরতের রানী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামও মজেছেন শরতের রূপে। বিশেষ করে শরতের শিউলি তাকে দিয়েছিল অপার মুগ্ধতা। কবি আরো লিখেছেন-

‘আবার যেদিন শিউলী ফুলে ভরবে তোমার অঙ্গন
তুলতে সে ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কন
কাঁদবে কুঠীর অঙ্গন,
শিউলী ঢাকা মোর সমাধি
পড়বে মনে, উঠবে কাঁদি
বুকের জ্বালা করবে মালা
চোখের জলে সেদিন বালা।
মুখের হাসি ঘুচবে
বুঝবে সেদিন বুঝবে।’

শিউলির গন্ধমাখা বাতাস জানায় শরতের আগমন। এ কারণেই হয়তোবা শিউলি ফুলে ঢাকা সমাধির কথা স্মরণে এনে নজরুল লিখেছেন-

‘এসো শারদপ্রাতের পথিক এসো শিউলী-বিছানো পথে।
এসো ধুইয়া চরণ শিশিরে এসো অরুণ-কিরণ-রথে…।’
আবার শরতের মধুর সকালের অপরূপ বর্ণনাও মেলে বিদ্রোহী কবির সৃষ্টিতে। তিনি লিখেছেন-

‘শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী-বালা।
শেফালি পুলকে ঝ’রে পড়ে মুখে খোঁপাতে চিবুকে আবেশ-উতলা।।’

কবি মন, শিল্পী মন, প্রেমিক মন এমনকি কঠোর হৃদয়ের মানুষও শরতের অপরূপ রূপে গলে যেতে বাধ্য। প্রকৃতির কবি জীবনানন্দের রূপসী বাংলায় যৌবন বিকশিত হয় শরতের আকাশে। প্রকৃতি এ সময় মহাকবি কালিদাসের ভাষায়, ‘নববধূর’ সাজে সজ্জিত হয়ে ওঠে। পল্লীকবি জসীমউদ্দীন তাই শরৎকে দেখেছেন ‘বিরহী নারী’ হিসেবে। শরতকাল উদ্যাপনে ভিন্নতা আছে দেশে দেশে। আমেরিকানদের চোখে শরৎটা মূলত কিছুটা নরম আর আরামদায়ক সময়। চায়নিজরা শরতের শেষপ্রান্তে শেষরাতে বৃষ্টির শব্দ শুনে ঘুমাতে পছন্দ করে। শরতের এত রূপ, এত ঐশ্বর্য, এত মোহ, এত ঋতুবৈচিত্র্য, এত রঙধনুর রঙ, আকাশের এত নীল, এত ছায়াপথের আলোছায়া, এত সূর্যাস্তের রক্তরাগ, এত ভোরের শিশির, এত কাশফুলের হেলাদোলা আর এই বাংলা ছাড়া কোথায় পাবে বল। কবি মন আজি বলতে চায়-

শরতের এই রূপ দেখে মোর চোখ জুড়িয়ে যায়,
মোর মন জুড়িয়ে যায়, মোর প্রাণ জুড়িয়ে যায়,
আমি সব পেয়েছি হেথায় সেথায়
আমার এই বাংলা মায়ের শ্যামল-অমল মায়ায়।’

শরতের রূপের অপরূপা স্নিগ্ধতায় আসুন সবে মুগ্ধ হই। শরতের রঙে প্রকৃতির মতো নিজেরাও সেজেগুজে উঠি। প্রকৃতির আলিঙ্গনে থাকি- প্রকৃতিকে ভালোবাসি, ভালোবাসি মানুষকে। সবাইকে শরৎ শুভেচ্ছাসহ মানবতাকে আলিঙ্গন করার আহ্বান।

শারদ অর্ঘ- ১৪২৬ কবিতা সংকলন
দশম পর্ব- আগমনী কাব্য-১০

কবি-লক্ষ্মণ ভাণ্ডারী

দেবী আগমনী আসে উমারানী
কৈলাস হতে ধরায়।
শিশিরে শিশিরে মুক্তারাশি ঝরে
তরুশাখে পাখি গায়।

শারদ আকাশে হিমেল বাতাসে
ফুলের সৌরভ ছুটে।
পূরব দিশায় অরুণ আভায়
শরতের রবি উঠে।

কালো দিঘি জলে শালুক ফুলেরা
অপরূপ শোভা ধরে,
দুই ধারে হেরি কাশ ফুল বন
অজয় নদীর চরে।

ফুটিল শিউলি টগর ও বেলি
মাধবী মালতী সাথে,
কেয়া ফুল যত হেরি শত শত
ফুটেছে শারদ প্রাতে।

শারদ ঋতুতে সরোবর জলে
ভাসে কুমুদ কমল,
কমল কাননে মধু আহরণে
ছুটে আসে অলিদল।

কচি ধানখেতে বায়ু উঠে মেতে
দোলা দেয় তনু মন,
আগমনী সাথে শারদ প্রভাতে
শরতের আগমন।

শিশির ঝরানো সকাল বেলায়
শরতের রবি হাসে,
বাতাসে বাতাসে মধুর সুবাসে
আগমনী সুর ভাসে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. সুমন আহমেদ : ১৭-০৯-২০১৯ | ১৬:৩৩ |

    শারদ আকাশে হিমেল বাতাসে
    ফুলের সৌরভ ছুটে।
    পূরব দিশায় অরুণ আভায়
    শরতের রবি উঠে।

    শরত আলোচনা এবং আপনার কবিতার অংশ অসাধারণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ১৭-০৯-২০১৯ | ১৯:১৫ |

      সুন্দর মন্তব্যে তব মুগ্ধ হল মন
      শারদীয়ার শুভেচ্ছা করুন গ্রহণ
      জয়গুরু!

      GD Star Rating
      loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ১৭-০৯-২০১৯ | ১৬:৫১ |

    প্রকৃতিকে ভালোবাসি, ভালোবাসি মানুষকে। সবাইকে শরৎ শুভেচ্ছাসহ মানবতাকে আলিঙ্গন করার আহ্বান আমারও কবি ভাণ্ডারী দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ১৭-০৯-২০১৯ | ১৯:১৬ |

      আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম আন্তরিক শুভেচ্ছা জানাই।
      সাথে থাকুন, পাশে রাখুন
      শারদীয়া অভিনন্দন রইল
      জয়গুরু!

      GD Star Rating
      loading...
  3. রিয়া রিয়া : ১৭-০৯-২০১৯ | ১৮:২৫ |

    শারদ অর্ঘে প্রণাম প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ১৭-০৯-২০১৯ | ১৯:১৭ |

      আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম আন্তরিক শুভেচ্ছা জানাই।
      সাথে থাকুন, পাশে রাখুন
      শারদীয়া অভিনন্দন রইল প্রিয়কবি বোন।
      জয়গুরু!

      GD Star Rating
      loading...
  4. সাজিয়া আফরিন : ১৭-০৯-২০১৯ | ১৮:৪০ |

    শুভ শারদীয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ১৭-০৯-২০১৯ | ১৯:১৮ |

      আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম আন্তরিক শুভেচ্ছা জানাই।
      শারদীয়া অভিনন্দন রইল কবি সাজিয়া আফরিন বোন।
      সাথে থাকুন, পাশে রাখুন।

      জয়গুরু!

      GD Star Rating
      loading...
  5. মুরুব্বী : ১৭-০৯-২০১৯ | ১৯:৫৩ |

    শরতের রূপের অপরূপা স্নিগ্ধতায় আসুন মুগ্ধ হই। শরতের রঙে প্রকৃতির মতো নিজেরাও সেজে উঠি। অভিনন্দন মি. ভাণ্ডারী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  6. নিতাই বাবু : ১৮-০৯-২০১৯ | ১২:৫৭ |

    স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসী। ভালোবাসি আপনার সমস্ত লেখা। তাই অনাবিল শুভেচ্ছা আর শ্রদ্ধা।  

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ২৪-০৯-২০১৯ | ১৯:০৩ |

      আপনার জন্য রেখে গেলাম শারদ প্রীতি আর শুভেচ্ছা।
      জয়গুরু!

      GD Star Rating
      loading...