শারদ অর্ঘ- ১৪২৬ কবিতা সংকলন চতুর্থ পর্ব- আগমনী কাব্য-৪

শারদ অর্ঘ- ১৪২৬ কবিতা সংকলন
কবি-লক্ষ্মণ ভাণ্ডারী
চতুর্থ পর্ব- আগমনী কাব্য-৪

জীবনস্মৃতিতে রবীন্দ্রনাথ লিখেছেন যে শরৎকালে তাঁর সৃজনী শক্তি ‘অকারণ পুলকে’ ছবি আঁকা, গল্প লেখা আর সুরের সৃষ্টিতে ঝলমলিয়ে উঠেছে। এই বইয়ে আরও ধরা রয়েছে তাঁর শারদ প্রাতের আনন্দঘন স্মৃতি, শরৎমুগ্ধতা। তিনি লিখেছেন, ‘সেই শরতের সকাল বেলায়… সোনা গলানো রৌদ্রের মধ্যে দক্ষিণের বারান্দায় গান বাঁধিয়া তাহাতে যোগিয়া সুর লাগাইয়া গুনগুন করিয়া গাহিয়া বেড়াইতেছি।’ ‘আজি শরত তপনে প্রভাত স্বপনে/ কী জানি পরাণ কী চায়।’
শরতের মধ্যাহ্নে গানের আবেশে কবির মনটা মেতে থাকে, কাজকর্মের কোনো দাবিতে কান দেন না ‘হেলাফেলা সারাবেলা/ এ কী খেলা আপনমনে’—এমন পঙিক্ত তো লিখেছেন শরতের দিনে।

আমাদের বুঝতে অসুবিধা হয় না, কেন এই ঋতুটিতে তিনি বলেছেন, ‘আমার গান-পাকানো শরৎ’, চাষিদের যেমন ধান-পাকানো শরৎ। কেন আরও বলেছেন, শরৎ তাঁর সমস্ত দিনের আলোকময় আকাশের গোলা—তাঁর বন্ধনহীন মনের মধ্যে ‘অকারণ পুলকে ছবি-আঁকানো গান-বানানো শরৎ’।

শারদ অর্ঘ- ১৪২৬ কবিতা সংকলন
কবি-লক্ষ্মণ ভাণ্ডারী
চতুর্থ পর্ব- আগমনী কাব্য-৪

আগমনী সুরে গান বাজে দূরে
এসেছে শরৎ আজি,
পুঞ্জে পুঞ্জে তাই আকাশের গায়
ভাসে শুভ্র মেঘ-রাজি।

বাতাসে বাতাসে ফুলের সুবাসে
ছুটে আসে মধুকর,
অজয়ের পারে শোভিছে দুধারে
কাশফুল মনোহর।

দিঘি কালো জল কুমুদ কমল
ফুটে আছে রাশিরাশি,
সকালে বিকালে তরু ছায়াতলে
রাখাল বাজায় বাঁশি।

শরৎ এলো রে এ ধরার পরে
গাছে গাছে পাখি নাচে,
শিশিরে নাওয়া ভোরের হাওয়া
দোলা দেয় ধানগাছে।

শরৎ এসেছে হিমের পরশে
পুলক জেগেছে প্রাণে,
অজয়ের চরে সোনারোদ ঝরে
নব আগমনী গানে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. নিতাই বাবু : ০৯-০৯-২০১৯ | ২২:৩৭ |

    শরতের আগমনে আগাম শারদীয়া শুভেচ্ছা রইল।  জয় গুরু, জয় গুরু।    

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ১০-০৯-২০১৯ | ১৩:১৮ |

      সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। শারদীয়া অভিনন্দন রইল।
      সাথে থাকুন। পাশে রাখুন, জয়গুরু!

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ১০-০৯-২০১৯ | ৮:১৯ |

    অভিনন্দন আর শুভেচ্ছা কবি লক্ষ্মণ ভাণ্ডারী। ভালো থাকুন এবং ভালো রাখুন সবাইকে। Smile

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ১০-০৯-২০১৯ | ১৩:৪৬ |

      আপনার সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম শারদীয়া অভিনন্দন রইল
      সাথে থাকুন পাশে রাখুন, জয়গুরু!

      GD Star Rating
      loading...
  3. সুমন আহমেদ : ১০-০৯-২০১৯ | ৯:৩২ |

    বেশ লিখেছেন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ১০-০৯-২০১৯ | ১৩:৪৭ |

      সুন্দর মন্তব্যে হৃদয় ভরে যায়। শারদীয়া অভিনন্দন রইল
      সাথে থাকুন পাশে রাখুন, জয়গুরু!

      GD Star Rating
      loading...
  4. রিয়া রিয়া : ১০-০৯-২০১৯ | ২১:০৭ |

    সুন্দর কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ১১-০৯-২০১৯ | ১৬:২২ |

      মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয় কবিবোন। শারদীয়া শুভেচ্ছা গ্রহণ করুণ।
      সাথে থাকবেন- এটা প্রত্যাশা রাখি।
      জয়গুরু!

      GD Star Rating
      loading...