গাঁয়ের কবিতা মাটির গান কবিতা-৩
-লক্ষ্মণ ভাণ্ডারী
ও লাল মাটির দেশে গো লাল মাটির দেশে।
যেথা সকাল হলে সোনার আলো
লাল মাটিতে মেশে গো, লাল মাটিতে মেশে।
মাটির ঘরে মাটির পরশ,
মাটির গন্ধে হৃদয় অবশ,
মাটির দেশে মাটির মানুষ, থাকে কেমন বেশে গো,
থাকে কেমন বেশে।
ও লাল মাটির দেশে গো লাল মাটির দেশে।
যেথা সকাল হলে সোনার আলো
লাল মাটিতে মেশে গো, লাল মাটিতে মেশে।
যেথা সকাল হলে সোনার আলো
লাল মাটিতে মেশে গো, লাল মাটিতে মেশে।
সবুজ ছায়া ও মাটির স্নেহ,
কোথায় গেলে পাবে কেহ,
শঙ্খচিলে ডাক দিয়ে যায় বাতাসে চলে ভেসে গো,
বাতাসে চলে ভেসে।
ও লাল মাটির দেশে গো, লাল মাটির দেশে।
যেথা সকাল হলে সোনার আলো
লাল মাটিতে মেশে গো, লাল মাটিতে মেশে।
অজয় ঘাটে বালির চরে,
সারি সারি শালিক উড়ে,
সারাদিন খেলে নদীচরে, নীড়ে ফেরে দিনের শেষে গো,
নীড়ে ফেরে দিনের শেষে।
ও লাল মাটির দেশে গো লাল মাটির দেশে।
যেথা সকাল হলে সোনার আলো
লাল মাটিতে মেশে গো, লাল মাটিতে মেশে।
চাঁদের আলো পড়ে ঝরে,
আমার গাঁয়ে মাটির ঘরে,
মাটির গন্ধে মন মাতিয়ে ঘুম আসে অবশেষে গো,
ঘুম আসে অবশেষে।
ও লাল মাটির দেশে গো লাল মাটির দেশে।
যেথা সকাল হলে সোনার আলো
লাল মাটিতে মেশে গো, লাল মাটিতে মেশে।
ভোররাতে চাঁদ ডুবে যায়,
সবুজ গাছে পাখিরা গায়,
পূবআকাশে কিরণ ছড়ায় প্রভাতসূর্য ওঠে হেসে গো,
প্রভাতসূর্য ওঠে হেসে।
ও লাল মাটির দেশে গো লাল মাটির দেশে।
যেথা সকাল হলে সোনার আলো
লাল মাটিতে মেশে গো, লাল মাটিতে মেশে।
loading...
loading...
গানের সুরে সুরে গাইতে গাইতে পড়ে ফেললাম শ্রদ্ধেয় কবি লক্ষ্মণ দাদা।
loading...
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে
সর্বদাই সাথে থাকবেন এটাই অনুরোধ রাখি।
প্রীতি ও শুভেচ্ছা জানাই। জয়গুরু!
loading...
শুভেচ্ছা কবি লক্ষ্মণ ভাণ্ডারী। ঈদ মোবারক।
loading...
আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে
সর্বদাই সাথে থাকবেন এটাই অনুরোধ রাখি।
ঈদের শুভেচ্ছা জানাই। জয়গুরু!
loading...
সুন্দর কবিতা।
loading...
মন্তব্যে অভিভূত হলাম। সাথে থাকবেন সর্বদাই
জয়গুরু!
loading...
ও লাল মাটির দেশে গো লাল মাটির দেশে।
যেথা সকাল হলে সোনার আলো
লাল মাটিতে মেশে গো, লাল মাটিতে মেশে।
loading...
সুন্দর মন্তব্যে অভিভূত হলাম। সাথে থাকবেন সর্বদাই
জয়গুরু!
loading...
সুন্দর ছন্দের ব্যবহার পড়লাম কবি দা।
loading...
আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
সাথে থাকবেন সর্বদাই
জয়গুরু!
loading...