জীবন তরী ডুববে যেদিন দিবসের অবসানে,
রক্তমাংসের দেহটাকে জ্বালিয়ে দেবে শ্মশানে।
সারাজীবন মানুষকে তুমি করলে কত ছলনা,
সময় থাকতে মধুর নাম মুখে কেন বল না?
জীবন-প্রদীপ নিভবে যেদিন কাঁদবে প্রিয়জন,
গলে দেবে ফুলের মালা আর কপালে চন্দন।
দুই চোখে তুলসীর পাতা ছড়াবে গঙ্গার জল,
অঙ্গে দেবে সাদা কাপড় কাঁদবে আত্মীয়সকল।
জীবন সন্ধ্যা আসবে কবে কেহ নাহি জানে,
নিষ্প্রাণ দেহটাকে সবে নিয়ে যাবে শ্মশানে।
দু’দিনের তরে ভবে আসা মিছেই কর আশা
শ্মশান ঘাটে শেষ বিছানায় কাঁদে ভালবাসা।
জন্ম নিলে মরবে একদিন জীবন মানে মরণ,
লক্ষ্মণ বলে সময় আছে ধর গুরুর রাঙাচরণ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
জন্ম নিলে মরবে একদিন জীবন মানে মরণ,
লক্ষ্মণ বলে সময় আছে ধর গুরুর রাঙাচরণ।
loading...
মহা সত্যের উচ্চারণ প্রিয় কবি দা।
loading...
শুভকামনা প্রিয় কবি ভাণ্ডারী ভাই। ভালো লিখা।
loading...
জন্ম নিলে মরবে একদিন জীবন মানে মরণ। খাঁটি কথা কবি দা।
loading...
সুন্দর কবিতা।
loading...
আমাদের জীবন ভাবনায় পরিবর্তন আসুক।
loading...