শান্তির ঘুম শ্মশানঘাটে

শান্তির ঘুম শ্মশানঘাটে
-লক্ষ্মণ ভাণ্ডারী

শ্মশানে আছে শান্তি রে মন
কাঁদিস নারে মন,
যাবি যেদিন শ্মশান ঘাটে
কাঁদবে আপনজন।

কপালে চন্দনের ফোঁটা আর
নয়নে দেবে তুলসীপাতা,
আত্মীয় স্বজন কাঁদবে সেদিন
কাঁদবে রে তোর মাতা।

যে ঘুম আসে না পাখার হাওয়ায়
নরম বিছানায় শুয়ে,
আসে নাকো ঘুম রাতের বেলায়
ঘুমের ওষুধ খেয়ে।

শান্তির ঘুম ঘুমোবে যেদিন
সে ঘুম তো ভাঙবে না।
বৃক্ষ খচিত পালঙ্ক তোমার
মৃত্যুর পরে থাকবে না।

শ্মশানে হবে শেষ বিছানা
সে ঘুম কভু ভাঙবে না।
লক্ষ্মণ বলে শোন রে মানুষ
শ্মশান শেষের ঠিকানা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. সৌমিত্র চক্রবর্তী : ১১-০৬-২০১৯ | ১২:৫০ |

    শ্মশানে হবে শেষ বিছানা সে ঘুম কভু ভাঙবে না।
    লক্ষ্মণ বলে শোন রে মানুষ শ্মশান শেষের ঠিকানা। চিরন্তন সত্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ১১-০৬-২০১৯ | ১৩:০৯ |

      সুন্দর মন্তব্যে মুগ্ধ কবিবর।
      মৃত্যু কাউকে ক্ষমা করে না।

      মানুষের মৃত্যু অবশ্যম্ভাবী জেনেও মানুষ মরতে ভয় পায়।
      সেটা এক প্রকার মায়া। মায়া ত্যাগ করতে পারলেই মোক্ষলাভ হয়।
      সাথে থাকবেন প্রিয় কবিবর। জয়গুরু!

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ১১-০৬-২০১৯ | ১২:৫২ |

    সমাধি হচ্ছে মানব জীবনের পরিসমাপ্তি। তারপর অনন্তকাল ….

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ১১-০৬-২০১৯ | ১৩:১০ |

      সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

      জীবনের শেষ পরিণতি মৃত্যু। মৃত্যু নিয়তির মতো ক্ষমাহীন।
      মৃত্যু ভয়াল, ভয়ংকর, আর কান্না দিয়ে এর প্রায়শ্চিত্ত। মৃত্যু কাউকে ক্ষমা করে না।
      জীবনের শেষের দিন না আসা পর্যন্ত আসুন আমরা কিছু অসমাপ্ত কাজ করে যাই।

      সাথেই থাকবেন। প্রত্যাশা রইল। জয়গুরু।

      GD Star Rating
      loading...
  3. সুমন আহমেদ : ১১-০৬-২০১৯ | ১২:৫৩ |

    দেহ খাঁচা থেকে আত্মার মুক্তিই নিরবিচ্ছিন্ন মুক্তি কিনা জানিনা। তবে শুরু।  

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ১১-০৬-২০১৯ | ১৩:১১ |

      আপনার সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম কবিপ্রতীম।
      সুন্দর জীবনের শেষ পরিণাম মৃত্যু জেনেও আমরা সর্বদাই সাজসজ্জায় মেতে থাকি।
      শেষের দিনে কেউ সাথী হবে না। অবশ্যম্ভাবী মৃত্যু সবাইকে গ্রাস করবেই।
      তার করাল গ্রাস থেকে কারো মুক্তি নেই।

      সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!

      GD Star Rating
      loading...
  4. শাকিলা তুবা : ১১-০৬-২০১৯ | ১২:৫৫ |

    কপালে চন্দনের ফোঁটা আর
    নয়নে দেবে তুলসীপাতা,
    আত্মীয় স্বজন কাঁদবে সেদিন
    কাঁদবে রে তোর মাতা। Frown

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ১১-০৬-২০১৯ | ১৩:১৮ |

      জীবন মানে সংগ্রাম, জীবন মৃ্ত্যুর কাছে পরাজিত সৈনিক।
      আমাদের এই অমূল্য জীবন মৃত্যুর কাছে মূল্যহীন।
      তাই জীবনের শেষ পরিণাম হল মৃত্যু।

      সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম কবি।
      সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!

      GD Star Rating
      loading...
  5. রিয়া রিয়া : ১১-০৬-২০১৯ | ১২:৫৭ |

    মৃত্যুর কথা মনে পড়লে আমি ভয়ে কেঁপে উঠি। Frown

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ১১-০৬-২০১৯ | ১৩:২২ |

      মা ম্রিয়স্য মা জহিঃ
      শক্যতে চেত্ মৃত্যুম অবলোপয়ঃ

      মরো না, মেরো না।
      যদি পারো মৃত্যুকে অবলুপ্ত করো।

      অমৃতের সন্তান মোরা। আমরা মরতে ভয় পাই না।
      মৃত্যুকে জয় করার নামই সুন্দর জীবন।
      সুন্দর জীবনের শেষ অমোঘ পরিণাম মৃত্যু।

      সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম কবি বোন আমার।
      সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!

      GD Star Rating
      loading...
  6. সাজিয়া আফরিন : ১১-০৬-২০১৯ | ১৩:০১ |

    শান্তির ঘুম শ্মশানঘাটে। Frown

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ১১-০৬-২০১৯ | ১৩:২৬ |

      দুই চোখে তুলসীর পাতা ছড়াবে গঙ্গার জল,

      অঙ্গে দেবে সাদা কাপড় কাঁদবে আত্মীয়সকল।

       

      জীবন সন্ধ্যা আসবে কবে কেহ নাহি জানে,

      নিষ্প্রাণ দেহটাকে সবে নিয়ে যাবে শ্মশানে।

       

      দু’দিনের তরে ভবে আসা মিছেই কর আশা

      শ্মশান ঘাটে শেষ বিছানায় কাঁদে ভালবাসা।

       

      সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম কবি।
      সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!

      GD Star Rating
      loading...