অজয় নদীর ঘাটে
লক্ষ্মণ ভাণ্ডারী
অজয় নদীর ঘাটে।
দিবসের শেষে বেলা পড়ে আসে তপন বসেছে পাটে।
ঘাটে নাই মাঝি, তরী বাঁধা আজি, অজয় নদীর চরে।
সাঁঝের আকাশে তারারা ফুটেছে জোছনার আলো ঝরে।
কল কল বেগে, নদী বয়ে যায়, বয়ে চলে অবিরাম,
চাঁদের আলোকে ছবিময় হয়ে ভেসে ওঠে ছোট গ্রাম।
জোছনা আলোয় পথের দু’ধারে সবুজ গাছের সারি,
রাঙাপথ বাঁকে শেয়ালেরা হাঁকে হুক্কাহুয়া ডাক ছাড়ি।
অজয়ের তীরে শ্মশানের ঘাটে, জ্বলিছে মৃতের দেহ,
চিতার আগুনে পুড়িয়া মরিছে প্রেম প্রীতি আর স্নেহ।
পূবের আকাশে শুকতারা হাসে রাত কাটে ভোর হয়,
গাছে গাছে ডাকে প্রভাত পাখিরা শীতল হাওয়া বয়।
অজয়ের ঘাটে ছুঁয়ে যায় তরী খেয়াঘাটে মাঝি আসে,
আসে দলে দলে যাত্রীরা সকলে প্রভাতের রবি হাসে।
অজয় নদীর ঘাটে।
আজ রবিবারে অজয় কিনারে আসে সকলেই হাটে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ধন্যবাদ।
loading...