ছোট গাঁয়ে আমাদের
লক্ষ্মণ ভাণ্ডারী
ছোটগাঁয়ে আমাদের আছে ছোটঘর,
গ্রাম সীমানায় আছে অজয়ের চর।
ছোট ছোট ফুলগাছে ছোটফুল ফুটে,
ছোটগাঁয়ে প্রতিদিন পূবে রবি উঠে।
আমকাঁঠালের গাছে কোকিলের গান,
কোকিলের কুহুতানে হরষিত প্রাণ।
তালদিঘি দুইপারে আছে তালগাছ,
দিঘিজলে খেলা করে ছোট পুঁটিমাছ।
রাঙাপথে দুইধারে সবুজ ছায়ায়,
কলসীতে জল নিয়ে বধূ ঘরে যায়।
সাঁঝের আঁধার নামে অজয়ের চরে,
তুলসী তলায় দীপ জ্বলে ঘরে ঘরে।
রাতের আকাশে রোজ চাঁদতারা হাসে,
রাত কাটে ভোর হয় শুভ দিন আসে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
এমন সরল টান টান লিখাই বেশী ভালো লাগে। শুভেচ্ছা রইলো কবি।
loading...
ধন্যবাদ জানাই আপনাকে।
সাথে থাকুন, পাশে রাখুন।
সুমন্তব্যে অনুপ্রাণিত হলাম।
জয়গুরু!
loading...
রাতের আকাশে রোজ চাঁদতারা হাসে, রাত কাটে ভোর হয় শুভ দিন আসে। অভিনন্দন।
loading...
কৃতজ্ঞচিত্তে সশ্রদ্ধ প্রণিপাত করি।
অসীম শ্রদ্ধা জানাই আপনাকে।
সাথে থাকুন, পাশে রাখুন।
সুমন্তব্যে অনুপ্রাণিত হলাম।
জয়গুরু!
loading...
ভালো হয়েছে কবিতাটি কবি ভাণ্ডারী। ভালোবাসা।
loading...
ধন্যবাদ প্রিয়কবি। সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম কবিপ্রতীম।
আগামী দিনে আমার লেখা “অজয় আপন বেগে”
কবিতাটি প্রকাশিত হবে।
সাথে থাকবেন।
পাশে রাখবেন।
জয়গুরু!
loading...
ছোটগাঁয়ে আমাদের আছে ছোটঘর, গ্রাম সীমানায় আছে অজয়ের চর।
অজয় যেন আমাদেরই স্মৃতিগাঁথা। শুভকামনা প্রিয় কবি দা।
loading...
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি।
আগামী দিনে আমার লেখা “অজয় আপন বেগে”
কবিতাটি প্রকাশিত হবে।
সাথে থাকবেন।
পাশে রাখবেন।
জয়গুরু!
loading...