আমার পরম সুখের ঠাঁই
লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের মাটি স্বর্গ আমার পরম সুখের ঠাঁই,
এই গাঁয়ে শীতল ছায়ে সুখের পরশ পাই।
গাঁয়ে আছে মাটির ঘর আম কাঁঠালের বন,
বসন্তে কোকিল গাহে ভরে ওঠে নয়ন মন।
গাঁয়ের মাঝে বটের তলে বসেছে আজ হাট,
কেউবা আসে সব্জী নিয়ে কেউবা আনে পাট।
নাটুকাকার চালের দোকান, পাশে পাবে পান,
বেচুদাদার মুদির দোকান বেচে তেল, সাবান।
গাঁয়ের পাশেই অজয় নদী বইছে চিরকাল,
তরুছায়ায় বাঁশি বাজায় এ গাঁয়ের রাখাল।
মাঠে মাঠে বেলা কাটে বসেছে রবি পাটে,
ডুবল রবি নামল আঁধার অজয়নদীর ঘাটে।
আমার গাঁয়ে রাতের বেলা শেয়ালেরা কাঁদে,
অজয়ের ঘাটে জোছনা ঝরায় পূর্ণিমার চাঁদে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
গাঁয়ের মাটি স্বর্গ আমার পরম সুখের ঠাঁই,
এই গাঁয়ে শীতল ছায়ে সুখের পরশ পাই।
___ সময়ের সাথে সাথে শহর যেভাবে দ্রুত ওগুচ্ছে তাতে করে আমাদের স্নিগ্ধ ছায়া কতদিন আর টিকবে সেই আশংকায় রই। ধন্যবাদ মি. লক্ষ্মণ ভাণ্ডারী। শুভ সন্ধ্যা।
loading...
অসাধারণ এবং অনন্য কবিতা।
loading...
অজয়ের ঘাটে জোছনা ঝরায় পূর্ণিমার চাঁদ। কী সুন্দর কথা কাব্য।
loading...
মুগ্ধ হলাম কবি দা।
loading...
ভালো লাগছে ।
loading...